ম্যান সিটি একাডেমির সাবেক ফুটবলারের মৃত্যু
মাত্র ১৭ বছর বয়সে মারা গেছে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার সিটি একাডেমির সাবেক ফুটবলার জেরেমি উইস্টেন। এক বিবৃতিতে উইস্টেনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ম্যান সিটি।
অবশ্য উইস্টেন কীভাবে মারা গেছে তা জানায়নি ম্যান সিটি। এক শোক বার্তায় ক্লাবটি জানিয়েছে, ‘সাবেক একাডেমির ফুটবলার উইস্টেনের হঠাৎ মৃত্যুতে ম্যান সিটি পরিবার ভীষণ মর্মাহত। আমরা তার পরিবার এবং বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তোমার কথা আমাদের মনে থাকবে উইস্টেন। তোমার সঙ্গে আমাদের অনেক স্মৃতি রয়েছে।’
ম্যান সিটির তারকা ফুটবলার রাহিম স্টার্লিং, টমি ডোয়েল, আয়মেরিক লাপোর্তেসহ আরো অনেকে শোকবার্তা দিয়েছেন।
আফ্রিকার মালাউইতে জন্ম নেওয়া উইস্টেন ২০১৬ সালে ম্যান সিটির এলিট স্কোয়াডে অনূর্ধ্ব-১৩ দলে যোগ দেন। তবে যুক্তরাজ্যে বেড়ে উঠেন ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে।