ম্যান সিটি থেকে আগুয়েরোর বিদায়
প্রায় এক দশক আগে সোয়ান সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ লিগে অভিষেক হয়েছিল সার্জিও আগুয়েরোর। সে ম্যাচের ৬০ মিনিটে নেমে জোড়া গোল করেছিলেন তিনি। ম্যানচেস্টার সিটির হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচে বদলি হিসেবে খেলতে নেমে জোড়া গোল করলেন তিনি। তাই বিদায়ী ম্যাচটি করে রাখলেন স্মরণীয়।
গতকাল রোববার ম্যান সিটির হয়ে ব্যক্তিগত শেষ ম্যাচ খেলতে নেমে আগুয়েরো গড়লেন দারুণ একটি কীর্তি। প্রিমিয়র লিগে এক দলের হয়ে রুনির করা সর্বাধিক ১৮৩ গোলের রেকর্ড ভাঙলেন।
ম্যান সিটিকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। পাঁচটি লিগসহ মোট ১৫টি ট্রফি, ১৮৪ টি লিগ গোল ও ক্লাবের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (মোট ২৬০ টি গোল) ছিলেন তিনি।
দলটির হয়ে এখনও এক ম্যাচ বাকি আছে আগুয়েরোর, দলটির ইতিহাসের হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নামতে পারেন তিনি। এদিনও হয়তো কোনো রূপকথা তৈরি করতে পারেন না।
এদিকে গতকাল রোববার রাতে আগুয়েরোর নৈপুণ্যে ৫-০ গোলে এভারটনকে উড়িয়ে দিয়েছে ম্যান সিটি।
চার মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ইংলিশ লিগের শিরোপা জিতল ম্যান সিটি। এবারের লিগে চমৎকার ফুটবল খেলে এই শিরপো জিতেছে তারা।
ম্যান সিটি প্রথমবার ইংলিশ লিগের শিরোপা জিতেছিল ২০১১-১২ মৌসুমে। পরেরবার জেতে ২০১৩-১৪ মৌসুমে। পরে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ মৌসুমের পর এবার আবার জিতল ইংলিশ লিগের শিরোপা।
২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর গার্দিওলার অধীনে ম্যান সিটি এই নিয়ে দশম শিরোপা জিতল। চলতি মাসের শেষে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলবে ম্যান সিটি খেলবে চেলসির বিপক্ষে।
এই খেতাব জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল গায়ার্দিওলার দল। ৩৮ ম্যাচে তাদের সংগ্রহ ৮৬ পয়েন্ট। লিগ তালিকার দ্বিতীয় স্থানে থেকে প্রিমিয়ার লিগ অভিযান শেষ করল ম্যানটেস্টার ইউনাইটেড, তাদের পয়েন্ট ৭৪। তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করল যথাক্রমে লিভারপুল (৬৯) ও চেলসি (৬৭)।