যুব এশিয়া কাপে কুয়েতকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুর্বল কুয়েতকে তাঁরা ২৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৩ রানের বড় সংগ্রহ গড়ে। তাদের প্রথম পাঁচজন ব্যাটসম্যানের চারজনই হাফ-সেঞ্চুরি করেন। চামিন্দু বিক্রমাসিংহে ৫৪, শেভন ড্যানিয়েল ৫৪, সাদিশা রাজাপক্ষে ৩৫, পবন পথিরাজা ৮৬, রানুদা সোমারত্নে অপরাজিত ৬০ ও ক্যাপ্টেন দুনিথ ১৯ রান করেন। জীশান আজিম ও হাবির আলী দুটি করে উইকেট নেন।
জবাবে কুয়েত ১৭.৩ ওভারে মাত্র ৪৯ রান অলআউট হয়ে যায়। দুই ওপেনার ছাড়া দুঅঙ্কের কোটায় পৌঁছতে পারেননি কেউ। অধিনায়ক মীত ভাবসার ২৫ ও সালদানহা ১২ রানে আউট হওয়ার পরেই ধস নামে কুয়েতের ইনিংসে। ৫ জন ব্যাটসম্যান খাতা খুলতে পারেননি। শ্রীলঙ্কার হয়ে ২ রানে ৪ উইকেট নেন দুনিথ। রাজাপক্ষে নেন ৪ রানে ৩ উইকেট।
টুর্নামেন্টে আগামীকাল শুক্রবার বাংলাদেশ মুখোমুখি হবে নেপালের।