রুবেলের দারুণ বোলিং, নাসিরের সেঞ্চুরি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/11/rubel.jpg)
সতীর্থরা ভারত সফরে, কিন্তু পেসার রুবেল হোসেন ঘরের মাঠে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন। সেখানে আলো ছড়িয়েছেন এই তারকা পেসার। ক্যারিয়ার সেরা বোলিং করেছেন তিনি। জাতীয় লিগে খুলনার হয়ে রুবেল নিয়েছেন ৫১ রানে ৭ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তাঁর সেরা বোলিং। আগের সেরা ছিল ২০১৭ সালে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট।
আজ সোমবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে রংপুরের হয়ে নাসির হোসেন ১০৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। এর আগে টানা দুই ইনিংসে সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি। শেষ পর্যন্ত সে হতাশা কাটিয়ে শতকের দেখা পেলেন জাতীয় বাইরে থাকা এই তারকা ক্রিকেটার।
নাসিরের সেঞ্চুরির ওপর ভর করে ঢাকা বিভাগের বিপক্ষে ম্যাচে রংপুর দ্বিতীয় ইনিংসে ২০০ রান করে, পাঁচ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে তারা করেছিল ২৩৪ রান। আর ঢাকা করেছিল ২২২ রান।
জাতীয় দলের সাবেক ক্রিকেটার অলক কাপালি এদিন দেখা পেলেন বড় একটি মাইলফলকের। প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারে ৯ হাজার রান নেওয়ার কীর্তি গড়লেন তিনি।
জাতীয় লিগে সিলেট বিভাগের হয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে এই কীর্তি গড়েন অলক। ৯ হাজার রান ছুঁতে তাঁর প্রয়োজন ছিল ১৩ রান। রাজশাহীতে প্রথম ইনিংসে অলক ৩২ রান করে নতুন এই অর্জন নিজের ঝুলিতে জমা রাখেন।