রেকর্ড গড়ে ভিতালিনার সোনার হাসি
আসাকা শুটিং রেঞ্জে রেকর্ড গড়লেন রাশিয়ার ভিতালিনা বাতসারাশকিনা। মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তলে রেকর্ড গড়ে টোকিও অলিম্পিকে আরওসিকে (রাশিয়া) প্রথম স্বর্ণ উপহার দিলেন ভিতালিনা।
আজ রোববার আসাকা শুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার পিস্তলে ২৪০.৩ স্কোর করে স্বর্ণ জেতেন ভিতালিনা। অল্পের জন্য স্বর্ণ হাতছাড়া হয়েছে বুলগেরিয়ার আন্তোয়ানেতা কস্তাদিনোভার। এই ইভেন্টে ২৩৯.৪ স্কোর নিয়ে রুপা জিতেছেন তিনি।
এ ছাড়া তৃতীয় হয়েছেন চীনের জিয়াং রানশিন। বাছাইয়ে বিশ্বরেকর্ড গড়া এই প্রতিযোগি ব্রোঞ্জ জিতেছেন।
অন্যদিকে সুইমিংপুলের লড়াইয়ে স্বর্ণ জিতেছেন চেইস কেলিস। টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে আজ ৪০০ মিটার মিডলেতে ৪ মিনিট ০৯ দশমিক ৪২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন তিনি।
৪ মিনিট ১০ দশমিক ২৮ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন জে লিদারল্যান্ড। ৪ মিনিট ১০ দশমিক ৩৮ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতলেন অস্ট্রেলিয়ার ব্রেন্ডন স্মিথ।