রোমান সানা ও দিয়া সিদ্দিকীর বিদায়
এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের রিকার্ভ পুরুষ একক ও মহিলা ইভেন্টের এলিমিনেশন রাউন্ড থেকে বিদায় নিয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আজ সোমবার অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। আজও দিনটি শেষ হয়েছে কোরিয়ার তীরন্দাজদের প্রাধান্যের মাধ্যমে।
রোমান সানা কোয়ার্টার ফাইনালে হাকিম আহমেদ রুবেলের কাছে ৬-৪ সেটে হেরে বিদায় নেন রোমান সানা।
রিকার্ভ মহিলা একক ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের বাংলাদেশের বিউটি রায় ২-৬ সেটে কাজাখস্তানের টুকেবায়েভা ফারিদার কাছে হেরে যান। আর কোয়ার্টার ফাইনালে দিয়া সিদ্দিকী ১-৭ সেটে কোরিয়ার জাং দাসোমির কাছে পরাজিত হন।
বাংলাদেশের শ্রাবনী আক্তার ০-৬ সেটে ভারতের রিধির কাছে হেরে যান।