শিরোপার লড়াইয়ে টস জিতে ফিল্ডিংয়ে চট্টগ্রাম
দেখতে দেখতে শেষের পথে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আজ শুক্রবার জেমকন খুলনা বনাম গাজী গ্রুপ চট্টগ্রামের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতেছেন চট্টগ্রাম অধিনায়ক মোহাম্মদ মিঠুন। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চলতি টুর্নামেন্টের সবচেয়ে ছন্দশীল চট্টগ্রাম। জয় দিয়ে শুরু করা চট্টগ্রাম লিগ পর্বে আট ম্যাচের সাতটিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে থেকে নকআউট পর্ব নিশ্চিত করে। লিগ পর্বে দুই দেখায় দুবারই খুলনাকে হারায় চট্টগ্রাম। তবে প্রথম কোয়ালিফায়ারে এই চট্টগ্রামকে হারিয়েই ফাইনাল নিশ্চিত করে জেমকন খুলনা।
তারকাবহুল দল খুলনা শুরুটা আশা জাগানিয়া করলেও মাঝে ছন্দ হারিয়েছে বারবার। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন হয়নি। প্রথম দল হিসেবেই ফাইনাল নিশ্চিত করে মাহমুদউল্লাহর দল। সব পরিসংখ্যান পেছনে ফেলে আজ দুই দলেরই প্রত্যাশা শিরোপা নিজেদের করে নেওয়া।
ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিব আল হাসানকে পাচ্ছে না খুলনা। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন দেশসেরা এই অলরাউন্ডার।
ফাইনালের আগের দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন খুলনাকেই এগিয়ে রেখে বলেন, ‘আমি মনে করি, টি-টোয়েন্টি হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটারদের খেলা। মাঠের ভিতরে যাদের ভালো মাথা যত থাকবে, তারাই ম্যাচ জিতবে। সেদিক দিয়ে খুলনা অনেক এগিয়ে আছে। কারণ তাদের বড় ক্রিকেটার অনেক আছে। আমাদের ছেলেদের হয়তো ওই অভিজ্ঞতা নাই, খুব বেশি ফাইনাল ম্যাচও ওরা খেলেনি।’
জেমকন খুলনা : মাশরাফী বিন মোর্ত্তজা, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, শামীম পাটোয়ারি, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহীদুল ইসলাম, রিশাদ হোসেন, জাকির হোসেন, নাজমুল ইসলাম অপু, সালমান হোসেন ও জহুরুল ইসলাম অমি।
গাজী গ্রুপ চট্টগ্রাম : লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, জিয়াউর রহমান, শামসুর রহমান শুভ, নাহিদুল ইসলাম, সৈকত আলি, মুমিনুল হক, রাকিবুল হাসান জুনিয়র, সঞ্জিত সাহা, মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান।