শেষ ওভারে মুস্তাফিজের হতাশা
বল হাতে নিজের স্পেলের শুরুটা দারুণ করেন মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারেই তুলে নেন উইকেট। কিন্তু শেষ পর্যন্ত এই স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারলেন না কাটার মাস্টার। মাঝপথে ছন্দপতন আর শেষ বলে ছক্কা হজম করে হতাশা হতে হলো বাংলাদেশি তারকাকে। তাঁর দল রাজস্থান রয়্যালসও হেরেছে ম্যাচটিতে।
গতকাল সোমবার রাতে রাজস্থানকে ৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে মুস্তাফিজের রাজস্থান।
চেন্নাইয়ের বিপক্ষে বল হাতে ৪ ওভারে ৩৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এর মধ্যে প্রথম তিন ওভারে ২২ রান দিয়েছিলেন তিনি। শেষের ওভারে দিয়েছেন ১৫ রান।
এদিন আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৮৮ রান সংগ্রহ করে চেন্নাই। দলের হয়ে কেউ বড় ইনিংস খেলতে না পারলেও অবদান রেখেছেন সবাই। সর্বাধিক ৩৩ রান করেন ফাফ ডু প্লেসি। ২৭ রান করেন রাইডু। ধোনির ব্যাট থেকে আসে ১৭ বলে ১৮ রান।
জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১৪৩ রানে থামে রাজস্থান। শুরুটা ভালো করেও ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখতে পারেনি দলটি। ওপেনিংয়ে নেমে সর্বাধিক ৪৯ রান করেন জস বাটলার। উনাদকাট করেন ২৪ রান। বাকিরা জ্বলে উঠতে ব্যর্থ হন।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস : ২০ ওভারে ১৮৮/৯ (রুতুরাজ ১০, দু প্লেসি ৩৩, মইন ২৬, রায়না ১৮, রায়ডু ২৭, জাদেজা ৮, ধোনি ১৮, কারান ১৩, ব্রাভো ২০*, শার্দুল ১, দিপক ০*; উনাদকাট ৪-০-৪০-০, সাকারিয়া ৪-০-৩৬-৩, মুস্তাফিজ ৪-০-৩৭-১, মরিস ৪-০-৩৩-২, তেওয়াতিয়া ৩-০-২১-১, পারাগ ১-০-১৬-০)।
রাজস্থান রয়্যালস : ২০ ওভারে ১৪৩/৯ (বাটলার ৪৯, ভোহরা ১৪, স্যামসন ১, দুবে ১৭, মিলার ২, পারাগ ৩, তেওয়াতিয়া ২০, মরিস ০, উনাদকাট ২৪, সাকারিয়া ০*, মুস্তাফিজ ০*; দিপক ৩-০-৩২-০, স্যাম ৪-০-২০-২, শার্দুল ৩-০-২০-০, জাদেজা ৪-০-২৮-২, ব্রাভো ৩-০-২৮-১, মইন ৩-০-৭-৩)।
ফল : চেন্নাই সুপার কিংস ৪৫ রানে জয়ী।