শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে, প্রথমে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে নিয়ে শেষ পর্যন্ত সুখবর পাওয়া গেছে। দেরিতে হলেও খেলা শুরু হচ্ছে। ম্যাচে টস জিতে বোলিংয়ে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা।
খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১০টায়। খেলা হবে ৪১ ওভারে।
এর আগে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস হয়নি। গায়ানায় ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে তাই শুরু হতে দেরি হয়। গায়ানায় সকালে বৃষ্টি হয়। তাই মাঠ ভেজা ছিল।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ সাফল্য পেয়েছিল বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারিয়েছিল। এ পরিসংখ্যান বাংলাদেশকে অনেক বেশি অনুপ্রাণিত করবে।
এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। জিতেছে ১৮টিতে, হেরেছে ২১টিতে। দুটি পরিত্যক্ত হয়। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যবধান কমানোর জন্য এটি ভালো সুযোগ বাংলাদেশের সামনে।