‘সাকিবের জন্য এটা অনেক বড় দিন’
জুয়াড়ির প্রস্তাব গোপন করে ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হন সাকিব আল হাসান। সম্প্রতি শেষ হয়েছে তাঁর নিষেধাজ্ঞা। আজ মঙ্গলবার শেষ হচ্ছে ক্রিকেটে ফেরার অপেক্ষাও। নিষেধাজ্ঞা শেষে আজ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ফের ক্রিকেটের বাইশ গজে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
আজ ফরচুন বরিশালের বিপক্ষে জেমকন খুলনার হয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। স্বাভাবিকভাবে দিনটি বেশ গুরুত্বপূর্ণ সাকিবের জন্য। এটা মেনে নিচ্ছেন প্রতিপক্ষের অধিনায়ক তামিম ইকবালও। শুধু সাকিব নয়, দেশের ক্রিকেটের জন্যও দিনটি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বরিশাল অধিনায়ক।
গতকাল সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কারণ, ওর মাপের ক্রিকেটার ফিরে এসেছে। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। যেহেতু আমার জন্য এটা একটা খেলা, আমি চেষ্টা করব যেন যত কম প্রভাব ও ফেলতে পারে। তবে দিন শেষে আমি খুশি যে ও ফিরছে। আমি নিশ্চিত, ও আরো ভালোভাবে এগিয়ে যাবে।’
সাকিবের ওপর আস্থা খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহরও। দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা আন্তর্জাতিক ক্ষেত্রে হোক বা ঘরোয়াতে। অবশ্যই আমরা সবাই খুশি যে, ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। ওকে পাওয়া দারুণ ব্যাপার। আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি, সাকিবের যে উচ্চতা, যে সামর্থ্য, আমার মনে হয় না যে কোনো প্রশ্ন থাকবে ওর অর্জন, ওর পারফরম্যান্সের ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, ও প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে। ওই জড়তাও দেখছি না। মনে হচ্ছে যে, ও খুব উদগ্রীব খেলার জন্য, মুখিয়ে আছে ভালো খেলতে।’
একই সুর মেলালেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিমও, ‘এটা তো অবশ্যই বড় একটা বিষয় (সাকিবের ফেরা)। কেবল আমি না, আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। আশা করছি, আমাদের সঙ্গে ছাড়া যাতে অন্য সবার সঙ্গে ভালো খেলে। কোনো সমস্যা নাই।’
মুশফিক আরো বলেন, ‘আমার কাছে মনে হয়, পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সঙ্গে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এটা ভবিষ্যতেও খুব কাজে দিবে। যেহেতু এবার কোনো বিদেশি খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ তার সঙ্গে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।’