সাত ক্রিকেটার করোনায় আক্রান্ত, পিএসএল স্থগিত
করোনার প্রকোপে স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জৈব সুরক্ষাবলয়ের মধ্যেও করোনা পজিটিভ হয়েছেন সাতজন ক্রিকেটার। ফলে আজ বৃহস্পতিবার জরুরি বৈঠক করে টুর্নামেন্টটি স্থগিত ঘোষণা করা হয়।
পিএসএলের অফিশিয়াল টুইটারে এক বিবৃতিতে টুর্নামেন্ট স্থগিত করার খবরটি নিশ্চিত করা হয়। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, আজ নতুন করে আরও তিনজন ক্রিকেটারের শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। এরপরই দ্রুত বৈঠক ডেকে টুর্নামেন্ট স্থগিত করা হয়।
শুরুতে ইসলামাবাদ ইউনাইটেডের ফাওয়াদ আহমেদ, লুইস গ্রেগরি ও কোয়েটা গ্ল্যাডিয়েটরসের টম বেন্টনের করোনা আক্রান্তের খবর শোনা যায়। এরপরই প্রশ্ন ওঠে পিসিবির জৈব সুরক্ষাবলয় নিয়ে। শেষ পর্যন্ত টুর্নামেন্টটি চালিয়ে যেতে পারেনি পিসিবি।
পিসিবি এক বিবৃতিতে বলেছে, ‘ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে কথা বলে উদ্ভূত স্বাস্থ্য পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএলের বাকি খেলাগুলো স্থগিত ঘোষণা করছে। বোর্ড এখন খেলোয়াড় ও কর্মকর্তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও প্রয়োজনীয় টিকা দেওয়ার বিষয়ে মনোযোগ দেবে।’