স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেল ইংল্যান্ড
জিতলেই ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্ব নিশ্চিত হতো ইংল্যান্ডের। কিন্তু স্কটিশদের বিপক্ষে নিজেদের লক্ষ্যে সফল হতে পারল না ইংলিশরা। ম্যাচের সিংহভাগ সময় বল দখলে রেখেও স্কটল্যান্ডের বিপক্ষে হোঁচট খেয়েছে গ্যারেথ সাউথগেটের দল।
গতকাল শুক্রবার রাতে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করে ইংল্যান্ড ও স্কটল্যান্ড।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ৬১ ভাগ সময় বল দখলে রেখেও সাফল্য পায়নি ইংল্যান্ড। পুরো ম্যাচে গোলের উদ্দেশে ৯টি শট নেওয়া ইংল্যান্ড লক্ষ্যে যাওয়ার মতো শট নেয় কেবল একটি। সেই দিক দিয়ে আক্রমণে এগিয়ে ছিল স্কটল্যান্ড। তাদের ১১ শটের দুটিই লক্ষ্যে যাওয়ার মতো ছিল।
অবশ্য ম্যাচের একাদশ মিনিটেই এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় ইংল্যান্ড। কিন্তু ম্যাসন মাউন্টের কর্নারে ছয় গজ বক্সে অনেকটা লাফিয়ে স্টোন্সের নেওয়া হেড পোস্টে গিয়ে ব্যর্থ হয়।
বিরতি থেকে ফিরেও ভালো একটি সুযোগ পায় ইংলিশরা। কিন্তু মাউন্টের প্রচেষ্টা ব্যর্থ করে দেন স্কটল্যান্ড। উল্টো ৬৩ মিনিটে পাল্টা আক্রমণ করে স্কটল্যান্ড। তবে ডি-বক্সের ভেতর থেকে লিনডনের শট গোললাইন থেকে জেমস ফিরিয়ে দিলে সেই যাত্রায় বেঁচে যায় ইংলিশরা।
এরপর পুরো ম্যাচে কোনো জালের দেখা পায়নি দুদল। ফলে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ইংল্যান্ড ও স্কটল্যান্ডকে।
একই গ্রুপের অন্য ম্যাচে চেক রিপাবলিকের বিপক্ষে ১-১ ড্র করে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। এই গ্রুপে দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেক রিপাবলিক। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইংল্যান্ড। এক পয়েন্ট করে নিয়ে ক্রোয়েশিয়া তিনে ও স্কটল্যান্ড চারে আছে।