এশিয়া কাপ আরচারি
স্বর্ণ জয়ের আরও কাছে রোমান সানা
ইরাকে এশিয়া কাপ স্টেজ-২ আরচারি টুর্নামেন্টের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠেছেন বাংলাদেশের রোমান সানা। উজবেকিস্তানের আমির খানকে হারিয়ে স্বর্ণ জয়ের আরও কাছে চলে গেছেন এই তারকা আরচার।
আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনালে হারলেও সেমিতে অপ্রতিরোধ্য ছিলেন রোমান সানা। তাঁর কাছে পাত্তাই পাননি আমির। হারান সরাসরি সেটে ৬-০ ব্যবধানে।
১১ মে ফাইনালে রোমান সানার প্রতিপক্ষ ভারতের মৃণাল চৌহান। আগের দিন তিন ইভেন্টের ফাইনালে উঠে বাংলাদেশের আরচাররা। রোমান সানা রিকার্ভ ইভেন্টের ফাইনালে ওঠায় লাল-সবুজের দলে চারটি স্বর্ণ জয়ের হাতছানি। তিন বছর পর আক্ষেপ ঘুচানোর সুযোগ রোমান সানার।