হঠাৎ চোটে আক্রান্ত মুশফিক, কাল খেলবেন কী
আগামীকাল বৃহষ্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার টি-টোয়েন্টির লড়াই। সীমিত ওভারের ফরম্যাটে মাঠে নামার আগে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমকে নিয়ে চিন্তা বাড়ল বাংলাদেশ দলের। টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বুধবার অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিক।
দলের সঙ্গে অনুশীলন করতে মিরপুর শেরেবাংলা স্টেডয়ামে যান মুশফিক। ব্যাটিং অনুশীলনের সময় ডানহাতের বুড়ো আঙুলে চোট পান তিনি। এনটিভি অনলাইনকে তা নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক মনজুর হোসেন।
অবশ্য মুশফিকের চোট গুরুতর নয়। স্ক্যান করার পর তেমন কিছু ধরা পড়েনি। তবে আঙুলে ব্যথা আছে অভিজ্ঞ এই ব্যাটারের। মুঠোফোনে মনজুর হোসেন বলেন, ‘ব্যাটিং অনুশীলন করার সময় মুশফিক ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছেন। আমরা তার স্ক্যান করিয়েছি। তাতে কিছু ধরা পড়েনি। তবে তাঁর আঙুলে ব্যথা রয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজের শেষ ওয়ানডেতে বাজেভাবে হেরেছিল লাল-সবুজের দলে। ব্যাটে-বলে কোনো বিভাগেই শেষ ম্যাচে পাত্তা পায়নি। শেষ ওয়ানডেতে হারের ক্ষত নিয়েই এবার টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামীকাল বিকেল ৩টায়। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ৫ মার্চ।