১৬ মাস পর সেঞ্চুরি খরা কাটল স্মিথের
বর্তমান সময়ের টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম ক্রিকেটার স্টিভেন স্মিথ। অথচ ২০২০ সালে এই ফরম্যাটে তিনি ছিলেন সেঞ্চুরিহীন। অবশেষে নতুন বছরে কাটল সেঞ্চুরি খরা তাঁর। ভারতের বিপক্ষে সিডনি টেস্টে ১৬ মাস পর সেঞ্চুরির দেখা পেলেন অস্ট্রেলিয়ান তারকা।
আজ শুক্রবার সিডনিতে নিজের টেস্ট ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরির দেখা পেলেন স্মিথ। ব্যাটিংয়ের শুরু থেকেই ছন্দ ধরে রেখে দলকে এগিয়ে নেন তিনি। মার্নাস লাবুশেনের সঙ্গে দারুণ জুটিতে ১৩ বাউন্ডারিতে ২০১ বলে সেঞ্চুরি স্পর্শ করেন স্মিথ। তাঁর ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩২৬ রান করেছে অস্ট্রেলিয়া। স্মিথ করেছেন ১৩১ রান।
সাদা পোশাকে সর্বশেষ ২০১৯ সালের সেপ্টেম্বরে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন স্মিথ। ওই ম্যাচে ২১১ রান করেন তিনি। এরপর টানা ১৪ ইনিংসে তিন অংকের দেখা পাননি এই অসি তারকা। চলতি সিরিজেও সময়টা ভালো যাচ্ছিল না। ভারতের বিপক্ষে প্রথম দুই ম্যাচের চার ইনিংসে করেন ১, ১*, ০ ও ৮ রান। অবশেষে স্বস্তি এলো স্মিথের ব্যাটে। সেঞ্চুরির খরা কাটিয়ে রানে ফিরলেন এই সময়ের অন্যতম তারকা।