জোকোভিচের স্বপ্ন ভেঙে ভাভরিঙ্কার প্যারিস জয়

ফ্রেঞ্চ ওপেন কি নোভাক জোকোভিচের অধরাই থেকে যাবে? ২০১২ ও ২০১৪ সালে ফাইনালে উঠলেও হেরে গিয়েছিলেন রাফায়েল নাদালের কাছে। এবার ফাইনালে ওঠার পথে ‘কিং অব ক্লে’ নাদালকে হারানোয় চূড়ান্ত লড়াইয়ে জোকোভিচই ছিলেন ফেভারিট। কিন্তু ‘আন্ডারডগ’ স্টানিস্লাভ ভাভরিঙ্কা বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের প্যারিস-জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছেন। রোববারের ফাইনালে সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে।
urgentPhoto
এ বছরের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন জোকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের তিনি চ্যাম্পিয়ন। ফ্রেঞ্চ ওপেনেও ফাইনালে উঠেছিলেন স্বচ্ছন্দে। কিন্তু টানা ২৮টি জয়ের পর হারের তেতো স্বাদ পেতে হলো এই সার্বিয়ান তারকাকে। ২০১৫ সালে এটা জোকোভিচের মাত্র তৃতীয় হার।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেও তার পর থেকে তেমন সাফল্য পাচ্ছিলেন না ভাভরিঙ্কা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা জয় যেন বিশ্বাসই করতে পারছেন না তিনি, ‘এই সাফল্য সত্যি বিশ্বাস করা কঠিন। এটা আমার জীবনের সেরা ম্যাচ। আমার জীবনের একটা বিশেষ মুহূর্তও বটে। তবে নোভাককে (জোকোভিচ) বাহ্বা দিতেই হবে। তাঁর বিপক্ষে খেলা বিশাল এক চ্যালেঞ্জ।’
রোলাঁ গাঁরোতে সাফল্য পেলে মাত্র অষ্টম পুরুষ খেলোয়াড় হিসেবে সব গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়তে পারতেন জোকোভিচ। সেটা না হওয়ায় তিনি ভীষণ হতাশ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একেবারে কান্নায় ভেঙে পড়েছেন এই সার্বিয়ান তারকা, ‘এ মুহূর্তে আমার পক্ষে কথা বলা খুব কঠিন। আমি শুধু স্ট্যানকে (ভাভরিঙ্কা) বলতে চাই, খুব ভালো খেলেছ তুমি। সে বিশাল হৃদয়ের অধিকারী। ওকে আমি অনেক সম্মান করি। শিরোপা ওরই প্রাপ্য।’