২০২৪ অলিম্পিক নিয়ে অনিশ্চয়তায় কাতার
২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হবে কাতারে। ধারণা করা হচ্ছিল, দুই বছর পর ২০২৪ সালের অলিম্পিক আয়োজনের জন্যও উঠেপড়ে লাগবে মধ্যপ্রাচ্যের দেশটি। কিন্তু অলিম্পিক আয়োজক হওয়ার প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেবে কি না, তা নিয়ে কাতার নিশ্চিত নয়।
২০১৬ ও ২০২০ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তাব দিয়েছিল কাতার। কিন্তু একবারও সফল হতে পারেনি তারা। ২০১৬ সালের অলিম্পিক আয়োজন করবে ব্রাজিলের রিও ডি জেনেইরো। আর ২০২০ সালে হবে জাপানের রাজধানী টোকিওতে।
দোহা নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টোকিওর চার বছর পর অলিম্পিক আয়োজন নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না কাতার। বুধবার এ প্রসঙ্গে কাতার অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক শেখ সাউদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘আমরা জানি না ২০২৪ সালে অলিম্পিক আয়োজনের প্রস্তাব দেব কিনা। এ ব্যাপারে আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি। আশা করছি, সেপ্টেম্বরের আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
২০২০ অলিম্পিক আয়োজনের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর কাতার আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল, ‘দেখা হবে ২০২৪-এ।’
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে আয়োজক হওয়ার প্রস্তাব পাঠানোর জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে কাতার। এখন পর্যন্ত ২০২৪ সালের অলিম্পিক আয়োজক হওয়ার প্রস্তাব এসেছে যুক্তরাষ্ট্রের বোস্টন ও ইতালির রোম শহর থেকে।
২০২২ ফুটবল বিশ্বকাপের তিন বছর আগে ২০১৯ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেরও আয়োজক কাতার।