এক উইকেটেই মাশরাফির সমাপ্তি
তাঁর বিদায়ী ম্যাচ বলে কথা! তাই সবার নজর ছিল মাশরাফি বিন মুর্তজার দিকে। অবশ্য প্রথমে ব্যাটহাতে একরকম ব্যর্থই হয়েছেন। নিজের বিদায়ী টি-টোয়েন্টিতে প্রথম বলেই আউট হন নড়াইল এক্সপেস। তবে বলহাতে একেবারেই ব্যর্থ হননি। নিয়েছেন এক উইকেট।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাশরাফি চার ওভার বল করে ৩০ রান খরচায় এক উইকেট পান। মাশরাফির শিকার হন সিকুগে প্রসন্ন।
এই একটি উইকেট পেয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাশরাফির মোট উইকেট হলো ৫৩টি। ম্যাচ খেলেছেন ৫৪টি। তাঁর সেরা বোলিং ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে, চার ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন চার উইকেট।
অবশ্য বিদায়ী ম্যাচে সতীর্থদের কাছ থেকে জয় উপহার পেলেন মাশরাফি। এই ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের করা ১৭৬ রানের জবাবে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় ১৩১ রানে।
টেস্ট-ওয়ানডে ও টি-টোয়েন্টি, বাংলাদেশের অনেক সাফল্যই এসেছে এই মাশরাফির হাত ধরে। যাকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার নায়ক। শেষ ম্যাচে হয়তো অনেক ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি, তবে শেষ ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন এক উইকেট নিয়ে।