মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হচ্ছে রোনালদো-গ্রিজম্যান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/08/photo-1491642971.jpg)
গত তিনটা বছর শিরোপার কাছ থেকে গিয়ে ঘুরে এসেছেন রোনালদোরা। গত দুবার বার্সেলোনার আর ২০১৩-১৪ মৌসুমে আটলেটিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা উৎসব করতে দেখেছে রিয়াল মাদ্রিদ। তবে এবার শিরোপা পুনরুদ্ধারের মিশনে লেগেছে জিদানের শিষ্যরা। লা লিগার শুরু থেকেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করে রেখেছে রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত এক ম্যাচ কম খেলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্টে এগিয়ে আছে জিদানের দল। মৌসুমে এখন বাকি রয়েছে মাত্র ১১ ম্যাচ। তবে আটলেটিকো মাদ্রিদের বিপক্ষে আজকের ম্যাচটাই হয়ে উঠতে পারে রিয়ালের শিরোপা নির্ধারক ম্যাচ। কারণ শক্ত প্রতিপক্ষদের মধ্যে রিয়ালের সঙ্গে এখন কেবল বার্সেলোনারই খেলা বাকি। তাই আজকের ম্যাচটি জিততে পারলে শিরোপার পথে বেশ খানিকটা এগিয়ে যাবে লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের বিপক্ষে মাঠে নামার বেশ আগেই অবশ্য লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে আটলেটিকো মাদ্রিদ। ৩০ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬১। নগর প্রতিপক্ষদের চেয়ে ১০ আর বার্সেলোনার চেয়ে এখনো আট পয়েন্টে পিছিয়ে সিমিওনের দল।
শিরোপার হিসাব আপাতত বাদ, মাদ্রিদ ডার্বিতে কিন্তু রিয়ালের চেয়ে বেশ এগিয়ে আটলেটিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে গত তিন লড়াইয়ের তিনটিতেই জিতেছে গ্রিজম্যানরা। আগের তিন ডার্বিতে আটলেটিকোর জালে মাত্র একবারই বল জড়াতে পেরেছে রিয়াল মাদ্রিদ। তাই আজকের ম্যাচে মাঠে নামার আগে রিয়ালের চেয়ে বেশ এগিয়ে থাকবে আটলেটিকো।
আত্মবিশ্বাসে কোনো অংশেই পিছিয়ে নেই রিয়াল মাদ্রিদও। ভিসেন্তে কালদেরনে লা লিগার প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় পায় রিয়াল। এ ছাড়া লা লিগার ম্যাচে ঘরের মাঠে গত ১৪ মাস ধরে অপরাজিত রোনালদোরা। তাই রিয়ালকে তো আত্মবিশ্বাসী বলাই যায়।
একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল ও করিম বেনজেমার নেতৃত্বাধীন রিয়াল মাদ্রিদ অপরদিকে গ্রিজম্যান-তোরেসদের সমন্বয়ে গড়া আটলেটিকোর আক্রমণভাগ। ম্যাচ শেষের আগমুহূর্ত পর্যন্ত বলা যাবে না শেষ হাসি হাসবে কোন দল।