সেই ‘নো’ বল প্রসঙ্গে বিস্মিত রোহিত

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল একাধিক ‘বিতর্কিত’ সিদ্ধান্তে কলঙ্কিত। সেই ম্যাচে মাঠের দুই আম্পায়ার আলিম দার ও ইয়ান গুল্ড এবং টিভি আম্পায়ার স্টিভ ডেভিসের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট দুনিয়ায়। সেদিন রুবেল হোসেনের বলে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন রোহিত শর্মা। উরুর উচ্চতায় আসা বলকে ‘নো’ ঘোষণা করা নিয়ে কম তর্ক-বিতর্ক হয়নি। অথচ এমন আলোচিত ঘটনার কেন্দ্রে থাকলেও সেই ‘নো’ বলের কথা নাকি জানেনই না ভারতের ওপেনার রোহিত শর্মা!
সেই বিতর্কিত ‘নো’ বলের জন্যই কি প্রথম ওয়ানডেতে বাংলাদেশ এমন উজ্জীবিত ছিল? শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বাংলাদেশের এক সাংবাদিকের এমন প্রশ্নে ভারতের ওপেনার রোহিত রীতিমতো অবাক, ‘কিসের নো বল বিতর্ক! আমি তো এ সম্পর্কে কিছু জানি না। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।’
গত ১৯ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই ‘ন্যক্কারজনক’ ঘটনার জন্ম। উরুর উচ্চতায় আসা বলে রোহিত ক্যাচ দিলেও সেটিকে ‘নো’ বল ঘোষণা করা হয়েছিল। আম্পায়ারের ‘কৃপা’য় ব্যক্তিগত ৯০ রানে ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া রোহিত সেদিন ১৩৭ রান করেছিলেন। তাঁর শতকের সুবাদে ছয় উইকেটে ৩০২ রান করেছিল ভারত। জবাবে ১৯৩ রানে অলআউট হয়ে বাংলাদেশ ম্যাচটা হেরেছিল ১০৯ রানে।
এই ঘটনা গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঝড় তুললেও রোহিত নাকি তার কথা জানেনই না!