বার্সেলোনার সামনে আজ জুভেন্টাস বাধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/11/photo-1491908269.jpg)
২০১৫ সালে চ্যাম্পিয়ন্স লিগের সেই ম্যাচটা ভোলার কথা নয় জুভেন্টাস সমর্থকদের। বার্লিনের ফাইনালে বুফনদের চোখের জলে ভাসিয়ে শিরোপাটা ছিনিয়ে নেন নেইমার-মেসিরা। পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলা জুভদের সামনে দৃষ্টিনন্দন ফুটবলের পসরা নিয়ে বসেছিল কাতালান ক্লাবটি। প্রধমার্ধে সমানে সমান খেললেও দ্বিতীয়ার্ধের দুই গোলে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে তুরিনের ওল্ড লেডিরা। আজ তুরিনে সেদিনের সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে জুভেন্টাসের সামনে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ বার্সেলোনাকে আতিথেয়তা দিচ্ছে জুভেন্টাস। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে বার্সেলোনা-জুভেন্টাসের ম্যাচটি। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে স্প্যানিশ টিকিটাকা আর ইতালির কাতেনাচ্চির জমাট লড়াই দেখার আশা করছেন ফুটবলপ্রেমীরা।
শেষ চারে ওঠার লড়াইয়ে জুভদের বড় চিন্তার নাম ‘এমএসএন’। মেসি-সুয়ারজে ও নেইমার সমন্বয়ে গড়া বার্সার আক্রমণভাগকে রুখতে পারবে তো জুভেন্টাস? চিন্তা রয়েছে বার্সারও। কারণ এই মৌসুমে ভালো ছন্দে রয়েছে ‘বিসিবি’ ত্রয়ী। আন্দ্রে বারজাগলি, লিওনার্দো বুনোচ্চি ও জর্জ কিয়েল্লিনির সমন্বয়ে গড়া জুভেন্টাসের রক্ষণ ভাঙা যে কোনো দলের জন্যই অসম্ভবপ্রায়। আর গোলপোস্টের নিচে বুফনের বিশ্বস্ত হাতজোড়াকে ফাঁকি দেওয়াটা কি সহজ হবে? সিরি আতে এই মৌসুমে ৩১ ম্যাচে মাত্র ২০ গোল হজম করেছে বুফন। চ্যাম্পিয়ন্স লিগে জুভদের জালে মাত্র দুটি গোল দিতে পেরেছে প্রতিপক্ষ দল।
তবে আজকের ম্যাচে পরিষ্কারভাবেই ফেভারিট বার্সেলোনা। কারণ প্যারিস সেইন্ট জার্মেইনকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। প্রথম লেগে প্যারিস থেকে ৪-০ গোলের হার বয়ে আনে বার্সা। পরের লেগে নিজেদের মাঠে ডি-মারিয়া-কাভানিদের চোখের আর নাকের জল এক করে ছাড়েন মেসি-নেইমাররা। তবে লা লিগায় সময়টা ভালো যাচ্ছে না মেসিদের। লিগের সর্বশেষ ম্যাচে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। খুব ভালো সময় কাটাচ্ছেন না লিওনেল মেসিও। জাতীয় দলের খেলার সময় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। বিশ্বকাপ বাছাইপর্বে ধুঁকছে তার দল আর্জেন্টিনা।
তুরিনের আজকের ম্যাচটা জিতলে আত্মবিশ্বাসটা বেড়ে যাবে বার্সেলোনার। ২৩ এপ্রিল লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে সেটা বড় একটা টোটকা হবে স্প্যানিশ লিগ শিরোপাধারী দলটির জন্য।