অ্যাথলেটিকস-প্রধান হওয়ার লড়াইয়ে বুবকা
পোল ভল্ট কিংবদন্তি সের্গেই বুবকা আন্তর্জাতিক অ্যাথলেটিকস ফেডারেশন বা আইএএএফের সভাপতি পদে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এই লড়াইয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকস জগতের আরেক তারকা ব্রিটেনের সেবাস্টিয়ান কো।
একসময় পোল ভল্টের সমার্থক হয়ে দাঁড়িয়েছিলেন বুবকা। ১৯৮১ সালে ক্যারিয়ার শুরুর পর থেকে ২০০১ সালে অবসরের আগ পর্যন্ত পোল ভোল্টে একচ্ছত্র আধিপত্য ছিল তাঁর। ৩৫ বার বিশ্বরেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বুবকা ১৯৮৩ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিলেন। অবশ্য অলিম্পিকে সোনা জিতেছিলেন মাত্র একবার, ১৯৮৮ সালে সিউলে।
অবসরের পর প্রশাসনের সঙ্গে জড়িয়ে পড়েন বুবকা। ২০০৫ সাল থেকে স্বদেশ ইউক্রেনের অলিম্পিক কমিটি প্রধানের দায়িত্ব পালন করছেন তিনি। ২০১৩ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ালেও সফল হতে পারেননি।
এবার অ্যাথলেটিকসের সর্বোচ্চ সংস্থার সভাপতি পদের দিকে দৃষ্টি বুবকার। বুধবার এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘ইউক্রেন অ্যাথলেটিক ফেডারেশনের নির্বাহী কমিটির সিদ্ধান্তে এবং ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধুদের পরামর্শে আমি আইএএএফের সভাপতি পদের জন্য নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৫ সালে অনুষ্ঠেয় এই নির্বাচনে বুবকার প্রতিদ্বন্দ্বী সেবাস্টিয়ান কো ২০০৭ সাল থেকে আইএএএফের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। অলিম্পিকে ১৫০০ মিটার দৌড়ে দুবার সোনাজয়ী ২০১২ লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির প্রধানও ছিলেন।