রিয়ালের হোঁচটের অপেক্ষায় বার্সেলোনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/15/photo-1494826671.jpg)
লা লিগায় বার্সেলোনা একনাগাড়ে জিতেছে ছয়টি ম্যাচ। সর্বশেষ ম্যাচেও লাস পালমাসকে হারিয়েছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এ মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষেও আছে কাতালানরা। কিন্তু এত কিছুর পরও শিরোপা জয়ের বিষয়টি পুরোপুরি তাদের নিজেদের নিয়ন্ত্রণে নেই। তাকিয়ে থাকতে হচ্ছে রিয়াল মাদ্রিদের দিকে। প্রার্থনা করতে হচ্ছে, যেন দুটি ম্যাচের মধ্যে একটিতে হারের মুখ দেখে চিরপ্রতিদ্বন্দ্বীরা।
লা লিগার ৩৭ ম্যাচ শেষে ৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। তাদের বাকি আছে আর মাত্র একটি ম্যাচ। এইবারের বিপক্ষে সেই ম্যাচও হয়তো জিতেই যাবেন মেসি-নেইমাররা। কিন্তু তাতেও শিরোপা জয় নিশ্চিত হবে না তাঁদের। কারণ, রিয়াল মাদ্রিদ এখনো লা লিগায় খেলবে আরো দুটি ম্যাচ। সেই দুটির মধ্যে একটিতে জয় ও একটিতে ড্র করলেই শিরোপা উঠবে রিয়ালের ঘরে। বার্সেলোনার চেয়ে একটি ম্যাচ কম খেলেই রিয়ালের সংগ্রহ ৮৭ পয়েন্ট। ফলে এ দুই ম্যাচের মধ্যে রিয়াল যেন একটি ম্যাচে হারের স্বাদ পায়, এমন প্রার্থনাই করতে হচ্ছে বার্সা সমর্থকদের।
লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার ৪-১ গোলে জয়ের মূল কারিগর ব্রাজিলিয়ান তারকা নেইমার। হ্যাটট্রিক করে প্রায় একাই দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তিনি। বার্সার পক্ষে অপর গোলটি করেছেন লুইস সুয়ারেজ। ২৫ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করেছিলেন নেইমার। গোলে সহায়তা করেছিলেন সুয়ারেজ। দুই মিনিট পর নেইমারের পাস থেকে বল পেয়ে সুয়ারেজ নিজেই করেছিলেন বার্সার পক্ষে দ্বিতীয় গোলটি।
দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় একটি গোল শোধ করেছিল লাস পালমাস। কিন্তু পরক্ষণেই আবার ব্যবধান বাড়িয়ে দেন নেইমার। ৬৭ ও ৭১ মিনিটে আরো দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এ দুই গোলে নেইমারকে সহায়তা করেছেন ইভান রাকিতিচ ও জরডি আলবা।