রোনালদোর জোড়া গোলে সেভিয়া বাধা পেরোল রিয়াল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/15/photo-1494824936.jpg)
শিরোপা জয়ের জন্য রিয়াল মাদ্রিদের হিসাবটা সহজ। জিততে হবে বাকি ম্যাচগুলো। একটি ম্যাচে ড্র করলেও কোনো অসুবিধা হবে না। সে লক্ষ্যে কঠিন একটা বাধা পেরিয়ে গেল রিয়াল। দুর্দান্ত ফর্মে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলের সুবাদে কঠিন প্রতিপক্ষ সেভিয়াকে হারাল ৪-১ গোলের ব্যবধানে। আর এ জয়ের ফলে শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেল জিনেদিন জিদানের শিষ্যরা।
লা লিগায় সেভিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ২-১ গোলে হেরে বসেছিল রিয়াল মাদ্রিদ। ফলে ফিরতি লেগের ম্যাচেও হয়তো চিন্তার ভাঁজ পড়েছিল রিয়াল সমর্থকদের কপালে। কিন্তু সেই হারের প্রতিশোধটা দারুণভাবেই নিলেন রোনালদো-রামোসরা। এবার রিয়ালের জয়টা এলো ৪-১ গোলের ব্যবধানে। রোনালদোর জোড়া গোলের পাশাপাশি রিয়ালের অপর দুটি গোল করেছেন নাচো ও টনি ক্রুস।
নিজেদের মাঠে প্রথমার্ধেই রিয়াল এগিয়ে গিয়েছিল ২-০ গোলের ব্যবধানে। ১০ মিনিটের মাথায় প্রথম গোলটি করেছিলেন নাচো। ২৩ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলটি এসেছিল রোনালদোর সৌজন্যে। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য একটি গোল শোধ করে দিয়েছিল সেভিয়া। তবে ম্যাচের শেষপর্যায়ে ব্যবধান আবার বাড়িয়ে দিয়েছিলেন রোনালদো ও টনি ক্রুস। নিজের দ্বিতীয় ও রিয়ালের তৃতীয় গোলটি রোনালদো করেছিলেন ৭৮ মিনিটের মাথায়। আর ক্রুস ম্যাচের শেষ গোলটি করেছেন ৮৪ মিনিটে।
লা লিগায় রিয়ালের বাকি আছে আর মাত্র দুটি ম্যাচ। একটি সেল্তা ভিগোর, অন্যটি মালাগার বিপক্ষে। এ দুই ম্যাচের একটিতে জয় ও একটিতে ড্র করলেই শিরোপা জিতে নেবে তারা। কিন্তু একটি ম্যাচে হেরে গেলেই বিজয়ীর হাসি হাসতে পারে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।