গাভাস্কার-পন্টিংকে ছাড়িয়ে গেলেন ইউনিস

টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে ভারতের সুনীল গাভাস্কার, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, ওয়েস্ট ইন্ডিজের রামনরেশ সারওয়ান ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেললেন পাকিস্তানের ইউনিস খান। সাবেক খেলোয়াড়দের পেছনে ফেলে চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করার তালিকায় সবার উপরে উঠে গেলেন ইউনিস।
পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে চতুর্থ ইনিংসে ১০১ রানে অপরাজিত আছেন তিনি। চতুর্থ ইনিংসে এ নিয়ে পাঁচবার সেঞ্চুরি করলেন ইউনিস। চারবার করে সেঞ্চুরি করে এতদিন যৌথভাবে শীর্ষস্থান দখল রেখেছিলেন গাভাস্কার, পন্টিং, সারওয়ান ও স্মিথ।
টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির সংখ্যা :
খেলোয়াড় সেঞ্চুরি
ইউনিস খান (পাকিস্তান) ৫টি
সুনীল গাভাস্কার (ভারত) ৪টি
রিকি পন্টিং (অস্ট্রেলিয়া) ৪টি
রামনরেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ) ৪টি
জিওফ বয়কট (ইংল্যান্ড) ৩টি
ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) ৩টি
গ্রায়েম গুচ (ইংল্যান্ড) ৩টি
গর্ডন গ্রিনিজ (ওয়েস্ট ইন্ডিজ) ৩টি
মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা) ৩টি