ইউনিসের দৃঢ়তায় পাকিস্তানের রেকর্ডগড়া জয়

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টি ছিল ইউনিস খানের শততম টেস্ট। সেই টেস্টে জ্বলে উঠতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান, পাকিস্তানও হেরে গিয়েছিল সাত উইকেটে। কিন্তু পরের ম্যাচেই পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে রানের জোয়ার। অপরাজিত ১৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে স্মরণীয় জয় এনে দিয়েছেন ইউনিস। পাল্লেকেলেতে সাত উইকেটের জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। ২০০৬ সালের পর এটাই শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের প্রথম কোনো সিরিজ জয়।
আগের দিন চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি পাঁচটি শতক করার রেকর্ড গড়ে ইউনিস পেছনে ফেলেছিলেন সুনীল গাভাস্কার, রিকি পন্টিংয়ের মতো কিংবদন্তিদের। কিন্তু রেকর্ড গড়ার খুশিতে দলের প্রতি দায়িত্ব ভুলে যাননি এই ডানহাতি ব্যাটসম্যান। মঙ্গলবার পঞ্চম ও শেষ দিনেও দৃঢ়তার সঙ্গে ব্যাটিং করে পাকিস্তানকে জিতিয়েই মাঠ থেকে ফিরেছেন তিনি।
দুর্দান্ত এই জয় দিয়ে পাকিস্তান গড়েছে নতুন রেকর্ড। টেস্টে এটিই তাদের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের তালিকায় পাকিস্তানের নাম এখন ষষ্ঠ স্থানে। ৩৭৭ রান তাড়া করতে নেমে পাকিস্তান করেছে ৩৮২ রান, মাত্র ৩ উইকেট হারিয়ে। এর আগে ১৯৯৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১৫ রানই ছিল পাকিস্তানের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড।
ছক্কা মেরে দলকে জয় এনে দিয়েছেন অধিনায়ক মিসবাহ-উল-হক। এই ছক্কা চার হাজার রানের মাইলফলকেও পৌঁছে দিয়েছে পাকিস্তানের টেস্ট অধিনায়ককে। চতুর্থ উইকেটে ইউনিস ও মিসবাহর (৫৯*) অবিচ্ছিন্ন ১২৭ রানের জুটিতে অতিথিদের সহজ জয় নিশ্চিত হয়েছে। তবে পাকিস্তানের জয়ের ভিত গড়ে দিয়েছিলেন ইউনিস ও ওপেনার শান মাসুদ, তৃতীয় উইকেটে ২৪২ রানের জুটি গড়ে। পঞ্চম দিনের প্রথম সেশনে মাসুদ ১২৫ রান করে ফিরে গেলেও জয় তুলে নিতে সমস্যা হয়নি পাকিস্তানের।
টেস্ট ক্রিকেটে ইউনিসের সামনে আরেকটি দারুণ অর্জনের হাতছানি এখন। আর মাত্র ১৯ রান করলেই জাভেদ মিঁয়াদাদকে (৮৮৩২) ছাড়িয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে যাবেন ইউনিস (৮৮১৪)।
১১ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।