‘যেমন বাবা, তেমন ছেলে’

আকর্ষণীয় শারীরিক বৈশিষ্ট্যর জন্য বরাবরই নজর কাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তর্বাসের বিজ্ঞাপন কিংবা বিলাসবহুল ইয়টে প্রায়ই উদোম শরীরে নানা ভঙিমায় দেখা যায় এই রিয়াল মাদ্রিদ তারকাকে। আবার ফুটবল-মহাতারকাকে খালি গায়ে দেখা গেল। সঙ্গে পাঁচ বছর বয়সী ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র!
সম্প্রতি ছবি আদান-প্রদানের সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে ছেলেকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন রোনালদো। যেখানে দুজনকেই দেখা যাচ্ছে শুধু তোয়ালে পরা অবস্থায়। বরাবরের মতো হাত শক্ত করে নিজের সিক্স-প্যাক ভালোভাবে ফুটিয়ে তুলেছেন রোনালদো।
ছোট্ট ক্রিস্টিয়ানো জুনিয়রও কম যায়নি। বাবার মতোই হাত শক্ত করে দেখাতে চেয়েছে তার শক্তিমত্তা! ছবির ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘যেমন বাবা, তেমন ছেলে’। ছবিটি প্রকাশিত হওয়ার অল্প সময়ের মধ্যেই ‘লাইক’ দিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ।
ইউরোপীয় ক্লাব ফুটবলের নতুন মৌসুম শুরু হওয়ার আগে ছেলেকে নিয়েই সময় কাটছে রোনালদোর। কয়েক দিন আগে ইন্সটাগ্রামে বাবা-ছেলের আরেকটি ব্যতিক্রমী ছবি দিয়েছেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। যে ছবিতে দুজনকে দেখা গেছে ‘ট্রান্সফরমার্স’ চলচ্চিত্রের রোবট চরিত্রের মুখোশ পরা অবস্থায়।