শ্রেষ্ঠত্বের পথে আরেক ধাপ বোল্ট-গ্যাটলিনের
বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে প্রথম ধাপটা ভালোমতোই পেরিয়ে গেছেন জাস্টিন গ্যাটলিন ও উসাইন বোল্ট। তবে হিটে বোল্টকে পেছনে ফেলেছেন গ্যাটলিন।
আমেরিকান স্প্রিন্টার গ্যাটলিন ও বিশ্বের দ্রুততম মানব বোল্টের লড়াই যে বেশ ভালোই জমবে, সে ইঙ্গিত হিটেই পাওয়া গেল বেশ ভালোভাবে। ১০০ ও ২০০ মিটার ইভেন্টের বিশ্বরেকর্ডধারী বোল্ট তো আছেনই প্রধান ফেভারিট হিসেবে; কিন্তু ৩৩ বছর বয়সী গ্যাটলিনই হিটে করেছেন সেরা টাইমিং। ১০০ মিটার দৌড় শেষ করেছেন ৯ দশমিক ৮৩ সেকেন্ডে। বোল্টের লেগেছে ৯ দশমিক ৯৬ সেকেন্ড। বোল্টের স্বদেশি আসাফা পাওয়েল ফিনিশিং লাইন ছুঁয়েছেন ৯ দশমিক ৯৫ সেকেন্ডে। আর আমেরিকান অ্যাথলেট টাইসন গে দৌড় শেষ করেছেন ১০ দশমিক ১১ সেকেন্ডে।
হিটের এই পারফরম্যান্স নিয়ে অবশ্য মোটেও চিন্তিত নন বোল্ট। পরিকল্পনা অনুযায়ীই সবকিছু হয়েছে বলে মনে করছেন এই জ্যামাইকান অ্যাথলেট। তিনি বলেন, ‘আমি খুব জোরে দৌড়ানোর চেষ্টা করিনি। শক্তি যতটা সম্ভব জমিয়ে রাখতে চেয়েছি। আমি আছিও খুব ভালো অবস্থায়।’ বোল্টের এ পরিকল্পনা সম্পর্কেও খুব ভালোমতোই জানেন তাঁর অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী গ্যাটলিন। তিনি বলেছেন, ‘বোল্ট ২০১২ সালের অলিম্পিকেও একই কাজ করেছিল। প্রথম রাউন্ডে আস্তে দৌড়েছিল। সেমিফাইনালে আরেকটু গতি বাড়িয়েছিল। আর ফাইনালে সবাইকে পেছনে ফেলেছিল।’ এবারও বোল্ট হয়তো হাঁটছেন সেই একই পথে।
রোববার সেমিফাইনালের বাধা পেরোনোর জন্য ট্রাকে নামবেন বোল্ট-গ্যাটলিনরা।