আবারও বুন্দেসলিগা শিরোপা বায়ার্নের ট্রফিকেসে

লিগ জয়ের দ্বারপ্রান্তেই ছিল বায়ার্ন মিউনিখ। জিতলেই শিরোপা—এমন সমীকরণ সামনে রেখে জার্মান ক্লাব অগসবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল বায়ার্ন। আর সেখানে অগসবার্গকে ৪-১ গোলে হারিয়ে টানা ষষ্ঠবারের মতো লিগ জিতেছে জার্মানির সেরা এই ক্লাবটি।
লিগের ২৯তম ম্যাচে এসেই শিরোপা নিশ্চিত করল বায়ার্ন। অবশ্য দলটি শেষ শিরোপা জয়ের ছয়বারের চারবারই লিগ জয় নিশ্চিত করেছে ৩০তম ম্যাচের আগেই।
ম্যাচের শুরুতে অগসবার্গের বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ে বায়ার্ন। ম্যাচের ২০ মিনিটে সুলের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে দলটি। পিছিয়ে পড়লেও আত্মবিশ্বাস হারায়নি তারা।
ম্যাচের ৩২ মিনিটে কিমিচের সহায়তায় বায়ার্নের হয়ে গোলের খাতা খোলেন তলিস্কো। প্রথমার্ধেই রিয়াল মাদ্রিদ থেকে বায়ার্নে খেলতে আসা হামেস রদ্রিগেজের কল্যাণে এগিয়ে যায় বায়ার্ন। হুয়ান বার্নাতের অ্যাসিস্টে গোল করেন এই কলম্বিয়ান। ২-১ ব্যবধানে থেকে বিরতিতে যায় বায়ার্ন।
বিরতি থেকে ফিরে গোলের ক্ষুধা যেন আরো বেড়ে যায় বায়ার্নের। একের পর এক আক্রমণ করতে থাকে প্রতিপক্ষ শিবিরে। মাঠজুড়েই থাকে বায়ার্ন খেলোয়াড়দের আধিপত্য। ম্যাচের ৬২ মিনিটে রোবেনকে দিয়ে গোল করান হামেস রদ্রিগেজ। ম্যাচজুড়েই অসাধারণ খেলেছেন এই মিডফিল্ডার।
ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ওয়াগনার আরো একটি গোল করলে ৪-১ গোলের বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন; মেতে ওঠে শিরোপা জয়ের উল্লাসে।