হঠাৎ চোটে আক্রান্ত নাসির
এই কদিন আগে তাঁর নেতৃত্বে প্রিমিয়ার ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। ঐতিহ্যবাহী ক্লাবটিকে শিরোপা এনে দিয়ে ভালোই চলছিল তাঁর সবকিছু। কিন্তু হঠাৎই চোটে আক্রান্ত হয়ে পড়েন তারকা অলরাউন্ডার নাসির হোসেন। তাঁর ডান হাঁটুর লিগামেন্ট নাকি ছিঁড়ে গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সুত্রে জানা গেছে, সিরাজগঞ্জে এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফুটবল খেলতে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। বিসিবির চিকিৎসকরা ধারণা করছেন হয়তো তাঁর হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে।
এ ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী বলেন, ‘নাসিরের হাঁটুতে আজ (সোমবার) বিকেলেই এমআরআই হয়েছে। রিপোর্ট হাতে পেলেই বোঝা যাবে তাঁর প্রকৃত অবস্থা।
লিগামেন্ট ছিঁড়ে গেলে অস্ত্রোপচার করাতে হতেও পারে তাঁকে।’
নাসিরের হাঁটুতে অস্ত্রোপচার করানো হলে অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
এদিকে আজ সোমবার বিকেলে ক্রাচে ভর দিয়ে বিসিবির কার্যালয়ে যান নাসির। ব্যথা পাওয়ায় আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে খেলা হচ্ছে না তাঁর।
শোনা যাচ্ছে পেসার তাসকিন আহমেদ, স্পিনার মেহেদী হাসান মিরাজও নাকি চোটে আক্রান্ত।