রিয়ালের মাঠে জুভেন্টাসের ঘুরে দাঁড়ানোর ম্যাচ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/11/photo-1523445493.jpg)
গতবার রিয়াল মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ার দুঃসহ স্মৃতি ভুলে যায়নি জুভেন্টাস। এবার তাদের সামনে আবার বাধা সেই স্প্যানিশ জায়ান্ট। আজ রিয়াল নিজেদের হোমগ্রাউন্ডের সুবিধা নিয়ে মোকাবেলা করবে জুভদের। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে দুই দল মুখোমুখি হবে।
প্রথম লেগ ৩-০ গোলের ব্যবধানে জিতে নিয়েছিল রিয়াল মাদ্রিদ। ফলে জুভদের চেয়ে এগিয়ে আছে জিনেদিন জিদানের শিষ্যরা। সেই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে তারা। জুভদের মাঠ থেকে বেশ বড় ব্যবধানের জয় নিয়ে ফিরলেও এত বড় টুর্নামেন্টে কোনো ঝুঁকি নিতে নারাজ রিয়াল কোচ জিদান। সেরা দল নিয়েই মাঠে নামতে চান এই কোচ। অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ বাকি সদস্যরা। দলের সেরা তারকা রোনালদো প্রথম লেগে জ্বলে উঠেছিলেন।নিজেই দুর্দান্ত দুই গোলে দলকে জেতার স্বাদ পাইয়ে দিয়েছেন। এই ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে ১৫০তম ম্যাচে মাঠে নামবেন এই পর্তুগিজ তারকা। স্বাভাবিকভাবেই নিজের ১৫০তম ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবেন এই পর্তুগিজ তারকা।
অন্যদিকে, ঘরের মাঠে জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না জিদান। তিনি বলেন, ‘ফেভারিট কথায় আমার বিশ্বাস নেই। ম্যাচে যেকোনো কিছু ঘঠতে পারে। জুভেন্টাস আগের চেয়ে শক্তিশালী দল। আমাদের ম্যাচের শেষ পর্যন্ত সতর্ক থাকতে হবে।’
গত ম্যাচে লাল কার্ড পাওয়া আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে পারবেন না। দারুণ ফর্মে থাকা এই তারকা না খেলতে পারলেও আশাহত নন জুভ কোচ অ্যালেগ্রি। তিনি মনে করেন, এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। এই কোচ বলেন, ‘অলৌকিক কিছু করার ক্ষমতা রাখে জুভরা। প্রথম লেগে কি ঘটেছে, সেটা মনে রাখতে চাই না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে আমাদের এখনো ৯০ মিনিট আছে। আশা করছি ছেলেরা ঘুরে দাঁড়াবে।’