ধোনির চেন্নাই খেলবে পুনের মাঠে
রাজনৈতিক অস্থিরতার কারণে চেন্নাইয়ের মাঠে আর নামতে পারছে না চেন্নাই সুপার কিংস। আইপিএলের বাকি ম্যাচগুলোতে মাহেন্দ্র সিং ধোনির দল খেলবে পুনের মাঠে।
চেন্নাই সুপার কিংস দলের প্রধান নির্বাহী কাশি বিশ্বনান্থন চেন্নাইয়ের পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছিলেন গতকাল বুধবার। পরে পুলিশ কমিশনারের পরামর্শ অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি দলটি নিজেদের হোম ভেন্যু অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
আইপিএলের সূচি অনুযায়ী এম এ চিদাম্বরম স্টেডিয়ামের পরের খেলাগুলো মাঠে গড়াবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে। ধোনির গত দুই আইপিএলের দল পুনে রাইজিং সুপারজায়ান্টসের ঘরের মাঠও ছিল এই মহারাষ্ট্রই। ফলে পুনে ফ্র্যাঞ্চাইজি দলটা না থাকলেও ধোনি ফের ফিরছেন পুনের মাঠে।
শুধু মাঠ পাল্টে যাওয়ার দুঃসংবাদই নয়, চেন্নাই পরের ম্যাচে পাচ্ছে না সুরেশ রায়নাকেও। পায়ের মাংসপেশিতে ব্যথা পেয়ে দুই ম্যাচের জন্য দল থেকে ছিটকে গেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। কেদার যাদবের পর এই নিয়ে দুজন চেন্নাই খেলোয়াড় পড়লেন চোটের কবলে।
‘কাবেরী নদী’র পানি বণ্টন নিয়ে দুই রাজ্য তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে বিরাজ করছে রাজনৈতিক অস্থিরতা। চেন্নাইয়ের রাজনৈতিক দলগুলোর দাবি পানি না পেয়ে রাজ্যের মানুষ যখন কষ্ট পাচ্ছে ঠিক তখন আইপিএল দিয়ে সাধারণ মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখতে চাচ্ছে কেন্দ্রীয় সরকার। মূলত এ কারণেই চেন্নাইয়ের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে পুনেতে।
এর আগে গত সোমবার ভারতের দক্ষিণাঞ্চলের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ রজনীকান্ত জানিয়েছিলেন এমন পরিস্থিতিতে চেন্নাইয়ে আইপিএলের খেলার বিপক্ষে তিনি। টুর্নামেন্ট তামিলনাড়ুর মাঠটির বদলে ফ্র্যাঞ্চাইজি দলটির খেলা অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ করে আইপিএল কর্তৃপক্ষকে।