সুপ্তার ৯৬, বাংলাদেশের শক্ত পুঁজি
ফ্রেয়া সারগেন্টের বল সীমানার কাছে পাঠিয়ে দৌড়ে নিলেন দুটি রান। ৯৪ থেকে পৌঁছে গেলেন ম্যাজিক ফিগারের আরও কাছে। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি স্পর্শ করতে শারমিন সুপ্তার চাই আর মাত্র ৪টি রান!
কিন্তু, ওত কাছে গিয়েও হতাশায় ডুবতে হলো সুপ্তাকে। একই ওভারের শেষ বলটিতে টাইমিং মেলাতে পারলেন না সুপ্তা। সারগেন্টের করা ডেলিভারিটি হালকা ছুঁইয়ে দিয়ে ক্যাচ দিয়ে দিলেন আরলিন কেলির হাত। ৯৬ রানেই শেষ সুপ্তার ইনিংস! একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো তাকে। ড্রেসিংরুম থেকে তালির আওয়াজ এলেও সেটা ম্লান হয়ে গেল শতক না পাওয়ার হতাশায়।
বাংলাদেশের হয়ে ৩৫টি ওয়ানডে খেলা সুপ্তা প্রায় দেড় বছর পর জাতীয় দলে ফিরেই প্রত্যাশার প্রমাণ দিয়েছেন। ওয়ানডাউনে নেমে ব্যাট হাতে উপহার দিয়েছেন ৯৬ রানের চোখ ধাধানো ইনিংস। ১৪ বাউন্ডারিতে যাতে লেগেছিল ৮৯টি বল। সুপ্তার ইনিংসটি আরেকটু পূর্ণতা পেত যদি তিনি পেয়ে যেতেন শতকের দেখা। অবশ্য তাতেও তার ভূমিকা ম্লান হয়ে যায় না। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সুপ্তার ব্যাটে চড়েই নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে স্কোরবোর্ডে ২৫২ রান তুলতে পেরেছে বাংলাদেশ নারী দল।
আন্তর্জাতিক ক্রিকেটে শারমিন আকতার সুপ্তা সবশেষ খেলেছেন গত বছরের জুলাইয়ে। মিরপুরে ভারতের বিপক্ষে সেই ওয়ানডে ম্যাচের ১৬ মাস পর বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলতে যাচ্ছেন সুপ্তা। ২৮ বছর বয়সী নারী এই ক্রিকেটার মাঝের এই দীর্ঘ সময়ে কাজ করেছেন সালাহউদ্দিনের সঙ্গে। যার প্রতিফলনই আজ হোম অফ ক্রিকেটে ভেসে উঠল। ব্যাটিংয়ে পরিবর্তনের পাশাপাশি ছিল আত্মবিশ্বাসের ছাপ। উইকেটে যতক্ষণ ছিলেন ততক্ষণ খেলেছেন নির্ভার হয়ে। নিজের ইনিংস তো বড় করেছেনই সঙ্গে বাংলাদেশকেও এনে দিয়েছেন লড়াই করার পুঁজি।
সারমিন সুপ্তার পাশাপাশি ৬১ রান করেছেন ফারজানা হক। সেই সঙ্গে ৩৮ রান করেছেন মুর্শিদা খাতুন। ২৮ রান এসেছে অধিনায়ক নিগার সুলতানার ব্যাট থেকে।