পাক-ভারত দ্বন্দ্ব নিরসনে আইসিসির কমিটি
দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডের মধ্যে। চুক্তি অনুযায়ী ভারত কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি পাকিস্তানের সঙ্গে। আর সে জন্য আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তান। আর এই দ্বন্দ্ব নিরসনের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব নিরসনের জন্য যে প্যানেল করা হয়েছে, সেটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মাইকেল বিলোফ। অন্য দুই সদস্য হিসেবে থাকবেন জান পাউলসন ও আনাবেল বেনেট।‘ দুবাইয়ে আগামী ১ থেকে ৩ অক্টোবর এটার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আইসিসি।
২০১৪ সালের এপ্রিলে একটি চুক্তি করেছিল ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ড। সেই চুক্তি অনুযায়ী ২০১৪ সালের নভেম্বর থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত দুটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার কথা ছিল দুই দেশের। কিন্তু ভারতের আপত্তিতে সেগুলো আর মাঠে গড়ায়নি। এ জন্য ভারতের কাছ থেকে ৭০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করছে পাকিস্তান।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো পূর্ণাঙ্গ সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। ২০১২ সালের ডিসেম্বরে একটা ছোট সীমিত ওভারের সিরিজ খেলার জন্য ভারতে গিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। কিন্তু সেটা তাদের সম্পর্কের উন্নয়ন ঘটাতে পারেনি।