চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতকে কড়া বার্তা দিল পাকিস্তান
জটিলতা থামছেই না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টটি। ভারত সেখানে বাধ সেধেছে। পাকিস্তানে দল পাঠাতে নারাজ তারা। টুর্নামেন্ট উপলক্ষে পাকিস্তানে কোনো অনুষ্ঠানেও যোগ দিতে রাজি নয় ভারত। যার কারণে সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির একটি অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে আইসিসি।
তবে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কড়া বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আইসিসির সঙ্গে আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) বৈঠক করার কথা রয়েছে পিসিবির। তার আগে আজ লাহোরে এক সংবাদ সম্মেলনে নকভি জানান, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটি ভালো হয়, সেটি করবে পিসিবি।
ইএসপিএনক্রিকইনফোতে আজ প্রকাশিত প্রতিবেদন অনুসারে নকভি বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি। আমার দেশের ক্রিকেটের ভালোর জন্য যা যা প্রয়োজন, সবই করব। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা বলেছি, যদি ভারত তাদের দল না পাঠায়, পরবর্তীতে আমরাও কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ভাবব। এরপর ভারতে যাওয়া ঠিক হবে কি না, সেটি বিবেচনা করতে হবে। আইসিসিকে জানিয়ে দিয়েছি, এখন থেকে যা হবে সমতার ভিত্তিতে হবে।’
২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা। ওয়ানডে তালিকার সেরা আটি দল খেলবে এই প্রতিযোগিতায়। ১৯৯৬ সালের পর এই প্রথম পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো প্রতিযোগিতা হওয়ার পথে। শেষ পর্যন্ত সেটি হয় কি না, তা এখন অনিশ্চিত।