এবার ইতিহাস গড়লেন সালাহ
অখ্যাত এক ক্লাব খেলোয়াড় থেকে তারকা বনে গেছেন মোহামেদ সালাহ। রোমা থেকে লিভারপুলে এসেই যেন তাঁর সাফল্যের পালে হাওয়া লেগেছে । মাঠে নামলেই তাঁর গোল উদযাপন এখন নিয়মিত দৃশ্য। এবার তিনি গড়লেন ইতিহাস। ইংলিশ প্রিমিয়ার লিগের এক মৌসুমে সবচেয়ে বেশি মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন এই মিসরীয় ফরোয়ার্ড।
গত নভেম্বরের পর ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মাস সেরার অ্যাওয়ার্ড জিতেছিলেন সালাহ। মার্চের সেরাও হলেন তিনি। প্রথম খেলোয়াড় হয়ে লিগের এক মৌসুমে তিনবার এই পুরস্কার হাতে নিলেন ২৫ বছর বয়সী এই তারকা।
মাসের সেরা হওয়ার খুশিতে সালাহ বলেছেন, ‘আবারও পুরস্কার জিততে পেরে আমি খুশি। গত মাসে আমাদের দলের ফলাফল ভালো ছিল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’
এই তারকা আরেকটি রেকর্ড গড়ার অপেক্ষায় আছেন। লিগে এখন তাঁর গোল ২৯টি। ৩৮ ম্যাচের এক মৌসুমে সর্বোচ্চ ৩১ গোল করা অ্যালান শিয়ারার, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজকে পেছনে ফেলার হাতছানি তার সামনে। লিভারপুলের সামনে বাকি আরো ৫ ম্যাচ।
এই সুযোগ কাজে লাগাতে চান সালাহ। তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগের রেকর্ড ভাঙ্গার জন্য লড়ছি ভেবেই আমি গর্বিত। আমি প্রত্যেক ম্যাচ নিয়ে চিন্তা করি। এটাই আমার লক্ষ্য। আমি গোল করে দলকে জেতাতে চাই। এখনো পাঁচ ম্যাচ বাকি, এটা বিশাল সুযোগ। দেখা যাক সামনে কী অপেক্ষা করছে।'