সেই কলকাতার বিপক্ষেই দুর্দান্ত সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবার প্রথম মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। বেগুনি জার্সি পাল্টে কমলা রঙয়ের জার্সিতে ইডেন গার্ডেনসে নেমেছিলেন সাকিব আল হাসান। দুরন্ত বোলিংয়ে নিজের প্রাক্তন দল কলকাতার বিপক্ষে হায়দরাবাদ অলরাউন্ডার ছিলেন দারুণ উজ্জ্বল।
চার ওভার বল করে ২১ রান খরচ করেছেন। আর তুলে নিয়েছেন দুই উইকেট। ওভার প্রতি রান দেওয়ার হারটা দুর্দান্ত, মাত্র ৫.২৫! ডট বলই করেছেন ১১টি। মাত্র একটি চার হজম করেছেন। ম্যাচে ভুবনেশ্বর কুমারের বলে শুভমান গিলের ক্যাচটাও ধরেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।
শুধু সাকিবই নয়, হায়দরাবাদের হয়ে জোড়া উইকেট নিয়েছেন দুই পেসার বিলি স্ট্যানলেকও। তিন উইকেট পেয়েছেন এক ম্যাচ পরে দলে ফেরা ভুবনেশ্বর কুমার। বোলারদের সম্মিলিত নৈপুণ্যে কলকাতাকে অতিথিরা থামিয়েছে ১৩৮ রানে। এর আগে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন হায়দরবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন।
রশিদ খান দলীয় ষষ্ঠ ওভারে খরুচে বোলিংয়ে দিয়েছিলেন ১২ রান। তবে সপ্তম ওভারে আক্রমণে এসে সাকিব সে চাপ সামলেছিলেন মাত্র তিন রান দিয়ে। সাকিবের ওভার শেষ হতেই ইডেনে হানা দেয় বৃষ্টি। ৪৫ মিনিট পর অবশ্য কোনো ওভার না কেটেই আবার শুরু হয় খেলা।
পরের স্পেলে এসে টানা তিন ওভারে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শেষ করেন নিজের কোটা। ম্যাচে বল হাতে মিতব্যয়ী সাকিব দ্বিতীয় ওভারে দেন চার রান। উইকেটের দেখা অবশ্য পেয়েছেন পরের ওভারটাতেই। সুনীল নারাইন সে ওভারের তৃতীয় বলে চার হাঁকালেও চতুর্থ বলেই তাঁকে উইলিয়ামসনের ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন সাকিব।
নিজের করা শেষ ওভারে নিজের বলেই দুর্দান্ত এক ক্যাচে থামান নাইট রাইডার্সের হয়ে লড়তে থাকা ক্রিস লিনকে। নিজের বলে নিজেই বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে অসি এই মারকুটে ব্যাটসম্যানকে সাকিব উপহার দেন অর্ধশতক বঞ্চিত হওয়ার স্বাদ। ৩৪ বলে ৪৯ রান করে ফেরেন লিন।