মুম্বাইয়ে মুস্তাফিজের হালচাল
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের শুরুটাই হয়েছিল ভাগ্যদেবীকে সহায় পেয়ে। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে পুরো ভারতকে মাতিয়েছেন তাঁর বোলিং তাণ্ডবে। সবার কাছে হয়েছেন আদরের ‘ফিজ’। সেবার বল হাতে ১৭ উইকেট নিয়ে সানরাইজার্সকে শিরোপা জেতাতে রেখেছেন মূল ভূমিকা। দুই বছর হায়দরাবাদে কাটানোর পর এবার কাটার-মাস্টারের জায়গা হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। নতুন জায়গা, নতুন কোচ, নতুন সতীর্থ—কেমন কাটছে এই কাটার মাস্টারের?
জানালেন মুস্তাফিজ নিজেই। মুম্বাই ইন্ডিয়ানস তাদের ফেসবুক পেজে মুস্তাফিজকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের এই তরুণ তারকা স্বল্প সময়ে নতুন পরিবেশে জানিয়েছেন নিজের অভিজ্ঞতা। মুস্তাফিজ বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ানস আমার কাছে নতুন। এখানের ড্রেসিংরুম আলাদা, যেখানে অনেক সিনিয়র খেলোয়াড় আছেন, আছে আমার সমবয়সীও অনেকে। দলের বোঝাপড়াটা দারুণ। দলের বাকি খেলোয়াড় ও কোচ অনেক সাহায্য করেন।’
হায়দরাবাদে দুই বছর কাটিয়ে মুম্বাইয়ে যোগ দেওয়াটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ২২ বছর বয়সী এই তরুণ। এ ব্যাপারে তিনি বলেন, ‘নতুন কোচের সংস্পর্শে নতুন অনেক কিছুই শেখা যায়। আমি প্রতিনিয়তই শিখছি।’
ভারতের তরুণ পেসার জাসপ্রিত বুমরাহরও প্রশংসা করেন মুস্তাফিজ। তিনি বলেন, ‘বুমরাহ দারুণ বোলিং করছেন। বিশেষ করে ডেথ ওভারে তাঁর বোলিং প্রশংসা পাওয়ার মতো। ভালো লাগছে, কারণ আমরা দুজন একসঙ্গে একই দলে খেলছি।’
মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে মুস্তাফিজ এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন। ১১.৫ ওভার বল করে ৮৮ রান খরচায় তুলে নিয়েছেন ৫ উইকেট। নিজের সাবেক দল হায়দরাবাদের বিপক্ষেই পেয়েছেন সেরা সাফল্য। সাকিব আল হাসানের সানরাইজার্সের বিপক্ষে ২৪ রান খরচায় তুলে নিয়েছেন তিন উইকেট।