আইপিএল নিলামের প্রথম দিনে অবিক্রিত যারা
আইপিএল মেগা নিলাম মানেই ধামাকা। রোববার প্রথম দিনের নিলামে যে যথেষ্ট উত্তেজনা ছিল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ তরুণ ক্রিকেটাররা চড়া দামে বিক্রি হলেও অভিজ্ঞ ক্রিকেটারদের কেউ কেউ তো দলই পাননি। এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দিন শেষে অবিক্রিত যেসব ক্রিকেটার….
ডেভিড ওয়ার্নার : আইপিএলে ২ কোটি রুপি ভিত্তিমূল্য ছিল ডেভিড ওয়ার্নারের। কিন্তু প্রথম দিনের নিলামে কেউ কেনার আগ্রহ দেখায়নি অস্ট্রেলিয়ান ব্যাটারকে। অবিক্রীত থেকেছেন তিনি। পুরো সময়টাতেই ছিল পিনপতন নীরবতা। ওয়ার্নার অবিক্রীত থাকলেও স্বদেশি তরুণ ব্যাটার জেইক ফ্রেজার ম্যাকগার্ককে ৯ কোটি রুপিতে আবারও দলে নিয়েছে দিল্লি। গত আসরেও অজি ব্যাটার একই দলে ছিলেন।
জনি বেয়ারস্টো : জনি বেয়ারস্টোর সবশেষ আসরে পাঞ্জাব কিংসের হয়ে দ্যুতি ছড়িয়েছিলেন তিনি। ১১ ম্যাচে ২৯.৮০ গড় এবং ১৫২.৮২ স্ট্রাইকরেটে করেছিলেন ২৯৮ রান। অপরাজিত ১০৮ রানের ইনিংসটি ছিল তার সর্বোচ্চ। আইপিএলে বেয়ারস্টোর অভিষেক ২০১৯ সালে। ২ কোটি ২০ লাখ রুপির বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরুর আসরেই বাজিমাত করেন তিনি। ৫৫.৬২ গড় আর ১৫৭.২৪ স্ট্রাইকরেটে ১০ ম্যাচে সেবার তিনি ৪৪৫ রান করেছিলেন। ২ ফিফটির সঙ্গে ছিল ১ সেঞ্চুরির ইনিংস। এরপরে ২০২২ সালে ৬.৭৫ কোটি রুপির বিনিময়ে পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি। টানা তিন মৌসুম খেলার পর ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গেও ইতি ঘটল ৩৫ বছর বয়সি এ ব্যাটারের।
এছাড়াও আরও যেসব ক্রিকেটার দল পাননি তারা হলেন—দেবদূত পাডিকেল, ওয়াকার সামামকেলি, যশ দূল, আনমোলপ্রিত সিংহ, উটকারশ সিং, উপেন্দ্র যাদব, লুভনিথ সিসোদিয়া, কার্তিক তিয়াগি। অবশ্য দ্বিতীয় দিনেও সুযোগ থাকবে এসব ক্রিকেটারের, তবে সেটা ফ্র্যাঞ্চাইজিদের প্রাধান্যের ভিত্তিতে।