গোল না পাওয়ার ম্যাচেও রোনালদোর রেকর্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে বায়ার্ন মিউনিখ শিবিরের অন্যতম দুশ্চিন্তা ছিল রিয়াল মাদ্রিদের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। পর্তুগিজ এই তারকা যেন গোল করতে না পারেন, সে জন্য অনেক পরিকল্পনা নিশ্চয়ই করেছিল বায়ার্ন। আর সে কাজটি তারা ভালোই পেরেছে। কিন্তু রোনালদোকে গোলবঞ্চিত করলেও দলের পরাজয় এড়াতে পারেননি বায়ার্নের তারকা ফুটবলাররা।
মাদ্রিদ আক্রমণভাগের অপর দুই সদস্য মার্সেলো ও অ্যাসেন্সিওর গোলে জয় ছিনিয়ে নেয় জিনেদিন জিদানের শিষ্যরা। লিগের প্রতি ম্যাচে গোল পেয়েছেন পর্তুগিজ তারকা রোনালদো। তবে টানা গোল করার রেকর্ড ১২ ম্যাচে নিয়ে যেতে পারেননি তিনি। তবে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় গোল করতে না পারলেও দারুণ একটি রেকর্ড ঠিকই গড়েছেন এই পর্তুগিজ উইঙ্গার।
ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় ৯৬তম ম্যাচ জিতেছেন রোনালদো। এই ম্যাচ জেতার মাধ্যমে রিয়ালের এক কিংবদন্তিকে পেছনে ফেলেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের কৃতিত্ব এখন ৩৩ বছর বয়সী রোনালদোর। রিয়ালের গোলরক্ষক ইকার ক্যাসিয়াসকে টপকে গেছেন তিনি। রিয়াল মাদ্রিদেরই জার্সি গায়ে ক্যাসিয়াস জিতেছেন ৯৫ ম্যাচ।
গতকাল রাতে রোনালদো গোল না পেলেও মার্সেলো ও মার্কো অ্যাসেন্সিওর গোলে এগিয়ে যায় রিয়াল। তাঁদের দুজনের লক্ষ্যভেদী শটে ফাইনালের পথে আরো এক ধাপ এগিয়ে গেল স্প্যানিশ ক্লাবটি। এদিন অবশ্য রেকর্ড হয়েছে স্প্যানিশ জায়ান্টদেরও। প্রথম দল হিসেবে ১৫০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচ জিতেছে জিদানের দল। হ্যাটট্রিক শিরোপার মিশনে থাকা রিয়াল শিবির আগামী মঙ্গলবার নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয় লেগের ম্যাচে বায়ার্নের মুখোমুখি হবে।