বায়ার্নের বিপক্ষে আত্মতুষ্টিতে ভুগছেন না জিদান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/01/photo-1525154746.jpg)
চ্যাম্পিয়নস লিগে বেশ দাপট দেখাচ্ছে রিয়াল মাদ্রিদ। একের পর এক জয় নিয়ে বেশ হেসে-খেলেই মাঠ ছাড়ছে জিনেদিন জিদানের শিষ্যরা। প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে ধারাবাহিক জয়ে তারা জানান দিচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার পথেই তারা এগুচ্ছে। সে লক্ষ্যেই আজ মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবেন রোনালদোরা। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় প্রথম লেগে ২-১ গোলের জয়ে ফাইনালের পথে এগিয়ে থাকা রিয়াল খেলবে বায়ার্নের বিপক্ষে।
এবারও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারলে টানা তৃতীয়বারের মতো ইউরোপ সেরা প্রতিযোগিতার শিরোপা ঘরে তুলবে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে বায়ার্নের বিপক্ষে স্মৃতি অবশ্য সুখের নয় রিয়ালের। গত মৌসুমে জার্মানিতে প্রথম লেগে ২-১ গোলের জয় পেয়েছিল জিদানের দল। কিন্তু নিজেদের মাঠে ২-১ গোলে এগিয়ে গিয়ে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় বায়ার্ন। অবশ্য শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতে সেমি-ফাইনালে ওঠে রিয়াল।
তাই এবার দলটি নিয়ে খুব সতর্ক জিদান। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফরাসি এই কোচ বলেন, ‘আমরা জানি, তারা এখানে এসে ভালো খেলবে। তারা বেশ বড় মাপের ক্লাব, অসাধারণ তারকাসমৃদ্ধ দল। কী হতে পারে আমরা ধারণা করি। আর এ কারণেই ভালোভাবে প্রস্তুত হতে হবে আমাদের এবং ভালো খেলা দেখাতে হবে। যার মাধ্যমে আমরা বড় কিছু অর্জন করতে পারব।’
চলতি মৌসুমে নিজেদের মাঠে রিয়াল আশানুরূপ সাফল্য পাচ্ছে না। কোয়ার্টার-ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে তারা তো প্রায় হেরে যেতেই বসে। গ্রুপ পর্বেও টটেনহ্যাম হটস্পারের সঙ্গে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করে প্রতিযোগিতাটির সফল দলটি।
তাই এবার ঘরের মাঠে দ্বিতীয় লেগের খেলা নিয়ে বেশ পরিকল্পিত রিয়াল কোচ। ম্যাচে টিকে থাকতে দ্রুত গোল করারও দিকে মনোযোগী এই কোচ। তাতে নিজেদের সমর্থকদের সামনে হারের শঙ্কার মতো বিব্রতকর পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবেন বলেই বিশ্বাস স্প্যানিশ এই কোচের।