মা-বাবা আর শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ সাকিব
একদম মধ্যবিত্ত পরিবার বলতে যা বোঝায়, সাকিব আল হাসান উঠে এসেছেন তেমনই এক পরিবার থেকে। ঘরের বড় ছেলে প্রতিষ্ঠিত হবে ক্রিকেটার হিসেবে, শুরুতে এমনটা মেনে নেওয়াই পরিবারের জন্য হয়ে পড়ে কঠিন। তবে সাকিবের মা-বাবা বিশ্বাস রেখেছেন ছেলের ওপর। ছেলেও প্রতিদান দিয়েছেন বিশ্বের সেরা অলরাউন্ডার হয়েই। সাথে মা-বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেও ভোলেননি সাকিব।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সাকিবের দল সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে তাদের সেরা অলরাউন্ডারের একটি সাক্ষাৎকার। আর সাকিব বলেছেন নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প। বাবা মাশরুর রেজা ও মায়ের শিরিন রেজার সঙ্গে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক জানালেন তিনি কৃতজ্ঞ তাঁর বেশ কয়েকজন শিক্ষকের কাছেও।
ফ্র্যাঞ্চাইজি দলের ক্যামেরার সামনে সাকিব বলেছেন, ‘মধ্যবিত্ত পরিবারের যারা বড় হয় তাদের চিন্তাই থাকে যে পড়াশোনায় মনোযোগী হতে হবে, বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা সরকারি চাকরিজীবী হতে হবে। তবে আমার ভাবনাটা ছিল ভিন্ন। আর আমি ভীষণ ভাগ্যবান যে আমার মা-বাবা আমাকে দারুণ সমর্থন জুগিয়েছেন। তাদের সমর্থন ছাড়া আমি কখনোই ক্রিকেট খেলতে পারতাম না।’
পরিবার থেকে সমর্থন তো ছিলই সাকিবের আজকের সাকিব হয়ে ওঠার পেছনে অবদান রয়েছে তাঁর কিছু শিক্ষকেরও। বিশ্বসেরা অলরাউন্ডার তাদেরও জানিয়েছেন কৃতজ্ঞতা, ‘মা-বাবার সঙ্গে কয়েকজন শিক্ষকও আমার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
আইপিএলে এর আগের বছরগুলোতে সাকিবের দেখা মিলেছিল কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। তবে ইডেন গার্ডেনসে বাঁহাতি অলরাউন্ডার সুযোগটাই পেয়েছিলেন কম। এবার দল বদলে হায়দরাবাদের কমলা জার্সিতে নেমেছেন সাকিব। নতুন দলে বেড়েছে তাঁর গুরুত্ব, সাকিবও দেখিয়ে যাচ্ছেন নৈপুণ্য। রশিদ খানের সঙ্গে দারুণ জুটি গড়ে দুর্দান্ত স্পিন আক্রমণে গুঁড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষের দূর্গ।
এভাবে নিজেকে মেলে ধরার সুযোগটা দেওয়ার জন্য ফ্র্যাঞ্চাইজি দলকেও ধন্যবাদ জানাতে ভুললেন না সাকিব, ‘অবশ্যই হায়দরাবাদ দলের একজন হতে পেরে আমি ভীষণ খুশি। দলের কোচিং স্টাফদের কৃতিত্ব দিতেই হচ্ছে তাদের খেলোয়াড় নির্বাচন প্রক্রিয়ার জন্য। কারোরই দলের সঙ্গে খাপ খাইয়ে নিতে কোনো সমস্যা হচ্ছে না।’
সাক্ষাৎকারের ফাঁকে ভক্তদের সঙ্গে ছবিও তুলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। আপাতত, বিশাল এক বিরতিই কাটাচ্ছে সাকিব ও তাঁর দল। নিজেদের পরের লড়াইয়ে শনিবার ঘরের মাঠে দিল্লি ডেয়ারভিলসেকে আতিথ্য দেবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা দলটি।