এল ক্ল্যাসিকোর নতুন রাজা মেসি
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। এ দুই অন্যতম সেরা দলের ম্যাচ মানেই উত্তেজনার পারত আকাশ ছুঁইছুঁই। মৌসুমের শেষ ভাগে সমর্থকদের দারুণ আমেজ এনে দিতে গতকাল রাতে দুদল মুখোমুখি হয়েছিল 'এল ক্ল্যাসিকোতে'। হলুদ কার্ড, লাল কার্ড, হাতাহাতির এই ম্যাচ শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।
এই ম্যাচের মাধ্যমে রিয়ালের বিপক্ষে নতুন এক রেকর্ড নিজের দখলে নিয়েছেন আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসি। লা লিগার ইতিহাসে ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এল ক্ল্যাসিকোর হওয়া ম্যাচগুলোয় সর্বোচ্চ গোলের মালিক এখন এই তারকা।
নিজেদের মাঠে ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করে দলকে দারুণ সূচনা এনে দেন উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মেসি অবশ্য রেকর্ডটি আগেই নিজের দখলে নিতে পারতেন। কিন্তু রিয়াল গোলরক্ষকের দক্ষতায় ম্যাচের ৪৩ মিনিটে গোলবঞ্চিত হন মেসি। তবে ম্যাচের ৫৩ মিনিটে আর ভুল করেননি এই ফরোয়ার্ড। দারুণ এক গোল করে কাঙ্ক্ষিত রেকর্ডের পাশাপাশি দলকে ড্রয়ের দিকে নিয়ে যান মেসি। ক্যাম্প ন্যুতে লিগ ক্ল্যাসিকোয় মেসির সপ্তম গোল ছিল এটি। ফ্রান্সিসকো জেন্তোর গড়া ছয় গোলের রেকর্ড এই গোলের মাধ্যমে নিজের দখলে নেন মেসি।