অনুজ্জ্বল দিনে সাকিবে আলো
উইকেটে যখন এসেছিলেন, দল তখন ছিল ঘোর বিপদে। অধিনায়ক কেইন উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়ে প্রথমে সেই বিপর্যয় রুখেছেন সাকিব আল হাসান, তারপর গড়ে দিয়েছিলেন চ্যালেঞ্জিং জুটির ভিত। তবে নিচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় বড় স্কোর গড়তে পারেনি তাঁর দল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লড়াইয়ে ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদ নেমেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। প্রথমে ব্যাট করে সাকিবদের সংগ্রহ সবকটি উইকেট হারিয়ে ১৪৬ রান।
রাজীব গান্ধী স্টেডিয়ামে মাত্র ৪৮ রানেই তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা হায়দরাবাদকে টেনে তুলেছিলেন সাকিব ও উইলিয়ামসন মিলে। চতুর্থ উইকেটে এই দুইজনের ৬৪ রানের জুটিই দলকে বড় স্কোরের পথ দেখিয়েছে।
শুরুতে মারমুখী হলেও সাকিব ধীরে ধীরে নিজেকে খোলসে ঢুকিয়ে নিয়ে সুযোগ করে দেন দলপতিকে। সে সুযোগ কাজেও লাগিয়েছেন উইলিয়ামসন। আসরের পঞ্চম অর্ধশতক হাঁকিয়ে দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ৫৬ রান করে ফিরেছেন দলনায়ক।
উইলিয়ামসন ফিরে গেলে সাকিব আবারও চড়াও হন ব্যাঙ্গালুরু বোলারদের ওপর। তবে ৩২ বলে পাঁচ চারে ৩৫ রান করে ফিরে গেলে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আর দেখা পাননি অর্ধশতকের। টিম সাউদির বলে উমেশ যাদবের হাতে ক্যাচ দিয়েছিলেন সাকিব। তখনও ম্যাচের বাকি আরও ১৪ বল।
অবশ্য সেই ১৪ বলেই তাঁর দল হারিয়ে বসে বাকি পাঁচ উইকেট। বিরাট কোহলিদের হয়ে টিম সাউদি আর মোহাম্মাদ সিরাজ নিয়েছেন তিনটি করে উইকেট।