বিশ্বকাপের আগেই চোটে ছিটকে গেছেন গোমেজ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/09/photo-1525864564.jpg)
জুনে শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। জুনের ১৪ তারিখ থেকে শুরু হয়ে জুলাইয়ের ১৫ তারিখ পর্যন্ত মাসব্যাপী ৩২টি দেশ নিয়ে চলবে ফুটবলপ্রেমীদের উৎসব। এই উৎসবে দেশের জার্সি গায়ে শামিল হতে বিশ্বের সেরা ফুটবলাররা দীর্ঘ সময় অপেক্ষায় থাকেন। অনেকের স্বপ্ন শেষ হয়ে যায় ইনজুরির কারণে। এর আগেও অনেক তারকা খেলোয়াড় ২০১৮ সালের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। নতুন করে সেই তালিকায় যুক্ত হলেন ইংল্যান্ডের ডিফেন্ডার জো গোমেজ।
গত মার্চে আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০ বছর বয়সী গোমেজ মাত্র ১০ মিনিট মাঠে ছিলেন। ইনজুরির কারণে তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। তাঁর স্থানে মাঠে নামেন হ্যারি ম্যাগুয়েরি। লিভারপুলের এই খেলোয়াড়ের পায়ের গোড়ালির জয়েন্ট সেই ম্যাচেই ক্ষতিগ্রস্ত হয়। এরপর টানা এক মাস বেঞ্চে বসেই কাটান এই তারকা। প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রোমউইচ ও স্টোক সিটির বিপক্ষে ক্লপ তাঁকে মাঠে নামান। দুই ম্যাচই ভোগায় গোমেজকে। ব্যথা নিয়েও খেলা চালিয়ে যাওয়া এই ডিফেন্ডার স্টোক সিটির বিপক্ষে ম্যাচে গোড়ালির ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন।
ব্যথা নিয়ে খেলা চালিয়ে যাওয়ার খেসারত দিতে হলো গোমেজকে। স্টোক সিটির বিপক্ষে ম্যাচের পরেই পায়ের গোড়ালির অস্ত্রোপচার করতে হয় এই তারকার। যার ফলে বেশ লম্বা সময় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে তাঁকে দেখা যাবে না। উপরন্তু বিশ্বকাপে ইংল্যান্ডের হয়েও মাঠে নামা হবে না ইংলিশ শিবিরের অন্যতম নির্ভরশীল এই তারকার।