লা লিগায় অপ্রতিরোধ্য বার্সেলোনা
লা লিগায় অপরাজিত থাকার রেকর্ড বাড়িয়েই যাচ্ছে বার্সেলোনা। টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল স্প্যানিশ ক্লাবটি। ঘরের মাঠে ভিয়ারিয়ালকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন লিওলেন মেসিরা।
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের প্রথমেই গোল পেয়ে যায় বার্সেলোনা। ১১ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে যান উসমান ডেম্বেলে। তাঁর শট ভিয়ারিয়াল গোলকিপার রুখে দিলেও ফিরতি বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কুতিনহো।
কুতিনহো গোল করে ঠিক যেন আরেক ব্রাজিলিয়ানকে গোলের পথ দেখান। ম্যাচের ১৬ মিনিটে বার্সেলোনাকে ২-০ গোলে এগিয়ে দেন আরেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো। বাঁ পাশ থেকে লুকাস দিনিয়ের ক্রসে বলে পা ছুঁয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান। ২-০ গোলে পিছিয়ে থাকা দলটি ম্যাচে এগিয়ে যেতে একের পর এক আক্রমণের চেষ্টা চালাতে থাকে। কিন্তু তাদের কোনো আক্রমণই আলোর মুখ দেখেনি।
প্রথমার্ধের শেষ সময়ে বার্সেলোনাকে ৩-০ গোলে এগিয়ে দেন আর্জেন্টাইন জায়ান্ট লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে লিগে নিজের ৩৪তম গোল করেন এই ফরোয়ার্ড। ৩-০ গোলের বড় ব্যবধান নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে ভিয়ারিয়াল একের পর এক আক্রমণ চালাতে থাকে। যার ফলে বার্সার রক্ষণভাগ তাল সামলাতে হিমশিম খায়। ম্যাচের ৫৪ মিনিটে সফলতাও পায় তারা। সানসনের শট বার্সার প্লেয়ারের পায়ে লেগে জালে জড়ানোর মাধ্যমে এক গোল শোধ দেয় ভিয়ারিয়াল।
ম্যাচের ৮৭ মিনিটে গোল করেন ডেম্বেলে। তাঁর গোলের মাধ্যমে ৪-১ গোলে এগিয়ে যায় বার্সা। ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠ থেকে আবারও সেই ডেম্বেলের দ্রুতগতির দৌড়ে ভিয়ারিয়াল গোলকিপারকে পরাস্ত করে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন ডেম্বেলে। ৫-১ গোলের এই জয়ের ফলে লিগে অপরাজিতই রইল বার্সেলোনা।