মুশফিকের চিন্তাজুড়ে রশিদ-মুজিব

আফগান দুই স্পিনার রশিদ খান আর মুজিব-উর-রহমানে বর্তমানে বুঁদ পুরো ক্রিকেট দুনিয়াই। লেগ-স্পিনার রশিদের রহস্য কেউ ভেদ করতে না পারার আগেই ২২ গজের মঞ্চটা নিয়মিতই মাতিয়ে চলেছেন মুজিবও। ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে তাই তরুণ দুই ঘুর্ণি বলের জাদুকরকে নিয়েই যত চিন্তা মুশফিকুর রহিমের।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রশিদের লেগ স্পিনে ব্যাটসম্যানরা খেয়ে চলছেন একের পর এক হোঁচট। সাকিব আল হাসানের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ১৯ বছরের এই তরুণ কাঁপিয়ে ছাড়ছেন আইপিএল দলের ব্যাটসম্যানদের। কম যাচ্ছেন না মুজিবও। এই মৌসুমে বিরাট কোহলির স্টাম্পও উপড়ে দিয়েছেন এই ১৬ বছর বয়সী যুবা।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রশিদ এখন পর্যন্ত নিয়েছেন মোট ১৯ উইকেট, যার মধ্যে ১২ ব্যাটসম্যানই ছিলেন বাংলাদেশের। মুশফিকদের চিন্তার কারণ যে তিনি হবেনই! কদিন আগে উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও জানিয়েছিলেন দুই আফগান স্পিনার ভাবাচ্ছে বাংলাদেশকে।
তামিমের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ বৃহস্পতিবার মুশফিকও সাংবাদিকদের জানিয়েছেন তাঁর দুশ্চিন্তার কথা। উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেছেন, ‘তামিম তো কয়েকদিন আগে বলেছিলই যে ওদের বেশ কয়েকজন দুর্দান্ত বোলার আছে যারা আইপিএল মাতাচ্ছে। রশিদ খান অবশ্যই এই সময়ে বিশ্বের অন্যতম সেরা একজন স্পিনার। আইপিএলে প্রতি ওভারে সে ৬ থেকে ৭ রানের বেশি খরচ করছে না। রশিদ ছাড়া মুজিবও নতুন বলে ভালো করছে।’
তবে শুধু দুশ্চিন্তা নিয়েই পড়ে থাকছে না বাংলাদেশ দল। কীভাবে সামলানো যায় আফগান এই স্পিন জুটিকে, সেভাবে প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুশফিক। গতকালই ৩০তম জন্মদিন পালন করা সাবেক এই টেস্ট অধিনায়কের ভাষ্যে, ‘আমি তাদের বিরুদ্ধে রান করার মতো শট নিয়ে কাজ করছি। আমাদের দলে দারুণ কিছু ব্যাটসম্যান আছে। তারা যদি তাদের সেরাটা দিতে পারে তবে সিরিজটা জমবে।’