ওয়েস্টহ্যামের বিপক্ষেও হোঁচট খেল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম নিচের সারির দল হিসেবে লিগে টিকে আছে। ৩৯ পয়েন্ট নিয়ে লিগে ১৫ নম্বর এই দলের সঙ্গে শেষ পর্যন্ত কি না জিততেই পারল না ম্যানচেস্টার ইউনাইটেড। গোলশূন্য ড্র নিয়েই প্রতিপক্ষের মাঠ ছাড়তে হলো হোসে মরিনিয়োর দলকে।
এই ম্যাচে গোলশূন্য ড্রয়ের ফলে লিগে টানা দুই ম্যাচ গোলশূন্য রইল ম্যানইউ। গত সপ্তাহে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন এফসির বিপক্ষে হারের পর এই ম্যাচে গোলের দেখা পায়নি সানচেজ-পগবারা। ম্যানচেস্টার ইউনাইটেডের সরাসরি চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়েছিল আগেই। লিগের তলানির দলকে না হারিয়েও এবার লিগের দ্বিতীয় স্থানটাও নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যাচের শুরু থেকেই বল নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তেমন জোরালো আক্রমণ করতে পারেনি তারা। প্রথমার্ধে বেশ ম্যাড়মেড়ে খেলা উপহার দেয় মরিনিয়োর শিষ্যরা। মূলত ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পায়নি তাঁরা। বিরতি থেকে ফিরেও বল নিয়ন্ত্রণের ধারাবাহিকতা ধরে খেলতে থাকে ম্যানইউ। এবার আগের চেয়ে আক্রমণের ধার বাড়লেও শেষ পর্যন্ত গোল বঞ্চিত হয় তাঁরা। প্রতিপক্ষের গোলমুখে শট নিয়েও গোলের দেখা পায়নি দলটি।
এই ম্যাচে ড্রয়ের ফলে ৩৭ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ বাকি রেখেই শিরোপা নিশ্চিত করা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৯৭। ৭৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টটেনহ্যাম।