জয় দিয়ে প্রিমিয়ার লিগ শেষ করল ম্যানইউ
ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়াটফোর্ড। সামনেই চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনাল। সেই ম্যাচকে সামনে রেখেই কিছুটা নির্ভার হয়ে খেলতে শুরু করে ম্যানইউ। তারই সুযোগে দারুণ কিছু কাউন্টার অ্যাটাকে গিয়েছিল ওয়াটফোর্ড।
তবে শেষ সময়ের ব্যর্থতায় এগিয়ে যাওয়া হয়নি ওয়াটফোর্ডের। অবশেষে ১-০ ব্যবধানে জয় পায় হোসে মরিনিয়োর দলটি।
ম্যাচের ৩৪ মিনিটে মাঝমাঠ থেকে ক্যারিক দারুণ দক্ষতায় বল বাড়ান হুয়ান মাতার উদ্দেশে। মাতা বল পায়ে বাড়িয়ে দেন তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ডের কাছে। গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করতে ভুল করেননি রাশফোর্ড। ওই একমাত্র গোলই শেষ পর্যন্ত জয় পাইয়ে দেয় ম্যানইউকে। ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সানচেজরা।
ওয়াটফোর্ড ম্যাচ তো জিততেই পারেনি বরং তাদের জন্য দুঃসংবাদ হয়ে আসে ডিফেন্ডার কাবাসেলের ইনজুরি। ১-০ গোলের ব্যবধানের জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়েন মরিনিয়োর শিষ্যরা।
এই ম্যাচ হেরে ১৪ নম্বরে থেকে প্রিমিয়ার লিগের এই মৌসুম শেষ করল ওয়াটফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড ৮১ পয়েন্ট নিয়ে লিগে দ্বিতীয় স্থানে আছে। অন্যদিকে, লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি তাদের থেকে ১৯ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছে।