নিজের রেকর্ডই ভাঙলেন ম্যাককালাম
২০০৭ বিশ্বকাপে সেন্ট লুসিয়াতে ব্রেন্ডন ম্যাককালামের ব্যাটের ঝড়ে উড়ে গিয়েছিল কানাডা। সাত নম্বরে ব্যাট করতে নেমে ২১ বলে ৫২ রান করার পথে বিশ্বকাপে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন নিউজিল্যান্ডের আক্রমণাত্মক ব্যাটসম্যান। ২০ বলে অর্ধশতকের সেই রেকর্ড নিজেই ভেঙে দিলেন তিনি। শুক্রবার ইংল্যান্ডের বোলারদের ছিন্নভিন্ন করে কিউই অধিনায়ক গড়লেন ১৮ বলে ফিফটির নতুন রেকর্ড।
টিম সাউদির দুর্দান্ত বোলিংয়ে ইংল্যান্ডকে মাত্র ১২৩ রানে গুটিয়ে দেওয়ার পর বোলারদের ওপর চড়াও হন ম্যাককালাম। চার-ছয়ের ফুলঝুরি ছুটিয়ে ১৮ বলে পঞ্চাশ করেই থেমে থাকেননি। সাতটি ছয় ও আটটি চারে ২৫ বলে ৭৭ রানের ‘বিস্ফোরক’ ইনিংস খেলেছেন। অর্থাৎ ৭৭-এর মধ্যে ৭৪ রানই এসেছে বাউন্ডারি থেকে। স্ট্রাইক রেটও চোখ কপালে তুলে দেওয়ার মতো—৩০৮!
তবে রেকর্ডবুকের পাতা উল্টে দিলেও ম্যাচসেরা হতে পারেননি ম্যাককালাম। পুরস্কারটা উঠেছে টিম সাউদির হাতে। নিউজিল্যান্ডের প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে এক ম্যাচে সাত উইকেট নিয়ে এই ডানহাতি পেসার গুঁড়িয়ে দিয়েছেন ইংল্যান্ডকে।
বিশ্বকাপে চতুর্থ বোলার হিসেবে সাত উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়লেন সাউদি। এর আগে এই কীর্তি গড়েছিলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা ও অ্যান্ডি বিকেল এবং ওয়েস্ট ইন্ডিজের উইনস্টন ডেভিস। শুক্রবার সাউদির ৭/৩৩ বিশ্বকাপে তৃতীয় এবং ওয়ানডেতে ষষ্ঠ সেরা বোলিং।